বাংলাদেশের ম্যাচ ছিল না এটি। তবু অধীর আগ্রহে এ ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন মামুনুল-এমিলিরা। মামুনুলদের সঙ্গে সঙ্গে মালয়েশিয়ার জয়ের প্রতীক্ষায় ছিল গোটা বাংলাদেশও। হতাশ করেনি মালয়েশিয়া! বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে তারা। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল ৫টায় অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়ার সিয়াহরুল আজওয়ারী ও মোহাম্মদ রিদজুয়ান করেছেন গোল দুটি।
গতকাল অনুষ্ঠিত মালয়েশিয়া-শ্রীলঙ্কার ম্যাচটি নিয়ে বাংলাদেশের অনেক হিসাবনিকাশ ছিল। যদি মালয়েশিয়া ম্যাচটি জিতে, তবে এই টূর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আশা থাকে বাংলাদেশের। আর যদি ম্যাচটিতে মালয়েশিয়া হেরে যায়, তবে কঠিন হয়ে ওঠবে মামুনুলদের সেমিফাইনালের স্বপ্ন। এরকম জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের হয়েই যেন খেলল মালয়েশিয়া! ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য নিয়ে খেলেছে রাজিপ ইসমাইলের শিষ্যরা। অন্যদিকে ম্যাচের প্রথমার্ধে কিছুটা গোছালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে এলোমেলো ফুটবলেরই প্রদর্শনী করেছে শ্রীলঙ্কান ফুটবলাররা। তাদের খেলায় না ছিল ছন্দ, না ছিল সৌন্দর্য্য! বিকাল ৫টায় শুরু হওয়া ম্যাচের মধ্য বিরতির ঠিক আগ মুহূর্তে পেনাল্টি পায় মালয়েশিয়া। ডি বক্সে ভিতরে শ্রীলঙ্কান মাদুশানের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মালয়েশিয়ান সিয়াহরুল আজওয়ারী। ম্যাচের দ্বিতীয়ার্ধে অপর গোলটি করেন মোহাম্মদ রিদজুয়ান। মোহাম্মদ সাইজওয়ানের নেওয়া কর্নার কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেন তিনি। এর আগে ম্যাচের ৫ মিনিটে জটলায় বল পেয়ে সরাসরি মালয়েশিয়া গোলরক্ষকের হাতে বল তুলে দেন শ্রীলঙ্কার এলএইচ ইশান। ১১ মিনিটে আবারও জটলার মধ্যে বল পান ইশান। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ১৩ মিনিটে মালয়েশিয়ান ফরোয়ার্ড সিয়াহরুল আজওয়ারীকে ফাউল করে হলুদ কার্ড দেখেন শ্রীলঙ্কার ইশান। ম্যাচের ২৩ মিনিটে মালয়েশিয়ার মিডফিল্ডার মো. রিদজুয়ান গোলরক্ষককে একা পেয়েও বল গোলবারের উপর দিয়ে মারেন। ৩৬ মিনিটে রিজওয়ান আবারও জটলার মধ্যে বল পান। দারুণ এক হেড করলেও দুর্দান্তভাবে রক্ষা করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরা। ম্যাচের ২৭ মিনিটে হলুদ কার্ড দেখেন মালয়েশিয়ার ডিফেন্ডার আনাস। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মালয়েশিয়ার মোহাম্মদ ফাইজাতকে ফাউল করে হলুদ কার্ড দেখেন শ্রীলঙ্কার সাজিত কুমারা। ১১ মিনিটে মালয়েশিয়ার সম্মিলিত আক্রমণ শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরার দৃঢ়তায় নষ্ট হয়। ১৭ মিনিটে স্টেডিয়ামে 'গোল গোল' বলে শোরগোল ওঠে। মালয়েশিয়ার আদম নুরের নেওয়া ফ্রি কিক শ্রীলঙ্কার গোলপোস্টে লেগে গোললাইনের ঠিক ভিতর পড়ে ফিরে আসে। তবে রেফারির গোলের বাঁশি বাজাননি।