বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে টপ ফেবারিট দল বাহরাইন আজ মাঠে নামছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে সিঙ্গাপুর। সিঙ্গাপুর প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ২-৩ গোলে হেরে গেছে। ২৯ জানুয়ারি সিলেটে বঙ্গবন্ধু কাপের পর্দা উঠেছে। ম্যাচ শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানও হয়েছে। ঢাকার ৮ ফেব্রুয়ারি ফাইনালের দিন বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করতে পারেন। আজ ম্যাচ অথচ গতকালও বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠের পরিচর্যা করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল বলেন, ভালোমতো সময় পাওয়া যায়নি। পেলে মাঠকে পুরোপুরি উপযুক্ত করা যেত। বাংলাদেশে ইতিহাসে কোনো খেলা মানেই ঢাকাতে উদ্বোধন। এবারই ব্যতিক্রমী ঘটল। সিলেটে শুরু ঢাকাতে শেষ। ৮০ ও ৫০ টাকা টিকিটের মূল্য হলেও সিলেটে উদ্বোধনী ম্যাচে উপচেপড়া দর্শকের সমাগম ঘটেছিল।