গতকাল যশোর সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টেকনো এইচভিএসি সিস্টেম লি. কাপ গলফ টুর্নামেন্ট ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান। এ সময় সেখানে টেকনো এইচভিএসি সিস্টেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল এসএম মতিউর রহমান। এবার উইনার হয়েছেন যশোর এয়ার বেজের ডেপুটি কমান্ড্যান্ট এয়ার কমোডর হাসান।