টানা অনুশীলনের ক্লান্তি জুড়াতে একদিন বিশ্রামে ছিলেন মাশরাফিরা। বিশ্রামের দিনে ঘুরে বেরিয়েছেন ব্রিসবেন। ক্লান্তি জুড়িয়ে কাল আবার অনুশীলনে নেমেছেন। অনুশীলন করেছেন পূর্ণ রিদমে। ব্যাটিং করেছেন বাঁ হাতি ওপেনার তামিম ইকবালও। অনুশীলন করে ক্রিকেটাররা মানিয়ে নিচ্ছেন নিজেদের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্যেই ৩ ও ৫ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে খেলবেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। হ্যামস্ট্রিং ইনজুরিতে বেশ অনেকদিন ধরে ভুগছেন ক্লার্ক। যার ফলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সবগুলো ম্যাচে অংশ নেননি। তিন জাতির ওয়ানডে টুর্নামেন্টও খেলছেন না। না খেললেও ফিটনেস ফিরে পাওয়ার জন্য জোর অনুশীলন করছেন ক্লার্ক। বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলন সেরে নিতে খেলবেন বাংলাদেশের বিপক্ষে। তার খেলার বিষয়ে অস্ট্রেলিয়ান ফিজিও অ্যালেক্স কন্টোরিস বলেন, 'বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন ক্লার্ক। সে শুধুমাত্র ব্যাটিং করবেন এবং কিছু সময়ের জন্য ফিল্ডিং করবেন। ছয় মাস আগে সে যে অস্ত্রোপচার করেছিল, এখন অনেক সুস্থ।' অসি অধিনায়কের প্রস্তুতি ম্যাচ খেলার কথা শুনে উত্তেজিত বাংলাদেশ দল। দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিষয়টিকে স্বাগত জানিয়েছেন, 'ক্লার্ক অনুশীলন ম্যাচে যত ইচ্ছা রান করুন, আমাদের কোনো সমস্যা নেই। বরং আমরা খুশি। যদি সে বিশ্বকাপ খেলতে না পারেন, তাহলে অস্ট্রেলিয়ার জন্য সেটা হবে অনেক বড় ক্ষতি।'