বায়ার্ন মিউনিখ জার্মান বুন্দেস লিগার ম্যাচে উলফসবার্গের কাছে বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। এ পরাজয়ের পরও পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পেপ গার্ডিওলার দল। তবে চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা বায়ার্ন উলফসবার্গের কাছে বিধ্বস্ত হলো কি করে! ব্যাখ্যা দিচ্ছেন স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা। ম্যাচের পর বায়ার্নের এ কোচ বলেন, 'তারা (উলফসবার্গ) ম্যাচের শুরুতেই গোল করে। এরপর প্রথমার্ধে তাদের কাউন্টার আক্রমণগুলো আমরা প্রতিহত করতে পারিনি। পরাজয়ের মূল কারণ ওটাই।' গার্ডিওলার মতে, বায়ার্নের ডিফেন্স লাইন অনেক বেশি জায়গা দিয়েছে উলফসবার্গকে খেলার জন্য। এর ফলে আক্রমণের নতুন নতুন কৌশল নির্ধারণ করেছে উলফসবার্গ। জার্মান বুন্দেস লিগার পয়েন্ট তালিকায় ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে উলফসবার্গ।