বুন্দেশলিগায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখকে চার গোল দিয়েছে উলভসবার্গ। শনিবার পেপ গুয়ার্দিওলার দলকে ৪-১ গোলে হারিয়ে দিয়ে অঘটন ঘটাল উলভসবার্গ৷ বাস ডোস্ট ও ডি বরুনে জোড়া গোল করে উলভসবার্গকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷
ম্যাচের চার মিনিটেই বাস ডোস্ট গোল করে উলভসবার্গকে এগিয়ে দেন। এই গোলের পরেই ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নেয় উলভসবার্গ৷ অন্যদিকে ক্রমশ খেলা থেকে হারিয়ে যেতে থাকে বায়ার্ন। ৪৫ মিনিটে ফের গোল করে উলভসবার্গের পক্ষে ব্যবধান বাড়ান ডোস্ট৷ বিরতির সময় দু’গোলেই এগিয়ে ছিল উলভসবার্গ৷ বিরতির পরে ডি বরুনে গোল করে ফের ব্যবধান বাড়ান। এরপর অবশ্য সান্ত্বনার গোল পায় বায়ার্ন। জোয়ান বারনেট গোল করেন পেপের দলের পক্ষে। কিন্তু ম্যাচে জাঁকিয়ে বসা উলভসবার্গ ফের গোল করে। ৭৩ মিনিটে গোল করেন বরুনে ম্যাচের ব্যবধান আরো বাড়িয়ে দেন।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ