অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে অ্যান্ডি মারেকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৭-৪), ৬-৩, ৬-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে এটি পঞ্চম ও সব মিলিয়ে জোকোভিচের অষ্টম গ্রান্ডস্লাম জয়।
ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের বিপক্ষে খেলা তিনটি অস্ট্রেলিয়ান ফাইনালেই জয় নিয়ে মাঠ ছাড়েন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এর আগে ২০১০ সালের অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালেও হার মানেন মারে। তবে সেবার প্রতিপক্ষ ছিল সুইস তারকা রজার ফেদেরার।
বিডি-প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব