পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩২ রানের অনবদ্য এক সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এটা তামিমের ষষ্ঠ সেঞ্চুরি।
অন্যদিকে, প্রথম ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম পেয়েছেন অর্ধশতকের দেখা। বাংলাদেশের সাবেক অধিনায়কের এটা ২২তম হাফসেঞ্চুরি।
রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তারা।
পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এদিন উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। যদিও দলীয় ২২ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার আউট হলে একটা ধাক্কা খায় বাংলাদেশ। কিন্তু তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ সে ধাক্কা সামাল দেন। এরপর দলীয় ১০০ রানে ব্যক্তিগত ১৭ রান করে রিয়াদ ফিরলে প্রথম ম্যাচের মতো মুশফিককে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন তামিম। তবে ৬৫ রান করে মুশফিক ফিরলেও অপরাজিত ১১৬ রানের এক মহামূল্যবান ইনিংস খেলে মাঠ ছাড়েন তামিম।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৫/মাহবুব