আলোক স্বল্পতায় ৩০তম ওভারে যখন খেলা বন্ধ হয়ে গেল তখন স্টেডিয়ামজুড়ে হাহাকার! কেননা বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। আর টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন তামিম ইকবাল। মিনিট ১৫ পর যখন খেলা শুরু হলো তখন স্টেডিয়ামজুড়ে প্রশান্তির বাতাস। তারপর যখন তামিম তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে গেলেন তখন উচ্ছ্বাসে মাতোয়ারা গ্যালারি। শাহরিয়ার নাফিস ও মাহমুদুল্লাহ রিয়াদের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি।
এই তামিমকে নিয়ে কতই না সমালোচনা হয়েছে! কিছু দিন আগে ব্যাট হাতে মাঠে নামার সময়ও গ্যালারি থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ শব্দ ভেসে আসত! দর্শকরা এতটাই বেপরোয়া হয়েছিলেন যে, তামিমের বাজে সময়ে তার পরিবারেরও সমালোচনা করেছেন। কিন্তু পাকিস্তান সিরিজে অন্য চিত্র। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর গ্যালারি ‘তামিম’ ‘তামিম’ বলে মুখরিত ছিল। কাল তো তামিমের নামে রীতিমতো গর্জন উঠেছিল শেরেবাংলা স্টেডিয়ামে। দর্শকের এমন উল্লাস দেখে তামিমও মুগ্ধ। কিন্তু বাজে সময়ে তার পরিবারকে নিয়ে যেভাবে সমালোচনা করা হয়, তা নিয়ে বিরক্তও। কাল ম্যাচ শেষে তামিম বলেন, ‘ক্রিকেট এমনই। বাজে সময় আসবে, খারাপ সময়ও আসবে। খারাপ করলে সমালোচনা থাকবে। আমি সবাইকে অনুরোধ করব, মাঠে আমি খেলি, আমার পরিবার নয়। তাই আমি যখন খারাপ করব তখন আমার সমালোচনা করুন, আমার পরিবারের নয়।’ প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পরও ম্যাচসেরা হতে পারেননি তামিম। কিন্তু কাল হয়েছেন। তারপরও দুই সেঞ্চুরির তুলনা করতে গিয়ে প্রথম ম্যাচে করা সেঞ্চুরিকেই এগিয়ে রাখলেন। তামিম বলেন, ‘অনেক চাপে ছিলাম। আমার রান করা খুবই দরকার ছিল। তাই ওই সেঞ্চুরিকেই এগিয়ে রাখব।’
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস। ২০০৬ সালে সেঞ্চুরি দুটি করেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সদ্যসমাপ্ত ২০১৫ বিশ্বকাপে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রিয়াদের কাছ থেকে টানা দুই সেঞ্চুরি করার অনুপ্রেরণা পেয়েছেন কিনা, এমন প্রশ্নে তামিম বলেন, ‘রিয়াদ ভাইয়ের ওই দুই সেঞ্চুরি ছিল অসাধারণ। ওখান থেকে অনেক কিছু শেখার ছিল।’
কাল তামিম হাফ সেঞ্চুরি করেছিলেন মাত্র ৩১ বলে, আর সেঞ্চুরি পূরণ করেন ১০৮তম বলে। পাকিস্তানের পেসার জুনায়েদ খানের বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে উদযাপন করেন তামিম। শেষ পর্যন্ত ১১৬ বলে করেন অপরাজিত ১১৬ রান। ১৭টি বাউন্ডারির সঙ্গে একটি বিশাল ছক্কা। তামিমের এটি ষষ্ঠ সেঞ্চুরি। স্বপ্নিল এই সেঞ্চুরির ব্যাখ্যায় তামিম বলেন, ‘এর আগে আমি শুধু একবারই হয়তো অপরাজিত ছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ করে। আর এবার সেঞ্চুরি করে অপরাজিত। খুবই ভালো লাগছে।’
তামিমকে সাধারণ মানুষের উচ্ছ্বসটা একটু বেশি। তাই ভালো করলে যেমন বেশি প্রশংসা হয়, তেমনি খারাপে সমালোচনার ঝড় বইয়ে যায়। ড্যাসিং ওপেনারের উদযাপন নিয়েও সমালোচনা হয়। এ সম্পর্কে তামিম বলেন, ‘আমি কখনো পরিকল্পনা করে উদযাপন করি না। আর যখন পরিকল্পনা করি তখন রান পাই না। আমি কখনো কাউকে আঘাত করার জন্য কোনো উদযাপন করিনি। তারপরও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।’
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ইনিংস : ৫০ ওভারে ২৩৯/৬ (নাসিম ৭৭*, ওয়াহাব ৫১*,
হারিস ৪৪, আজহার ৩৬, সাকিব ২/৫১, নাসির ১/১৭, রুবেল ১/২৭,
আরাফাত ১/৪১ ও মাশরাফি ১/৫২)।
বাংলাদেশ ইনিংস : ৩৮.১ ওভারে ২৪০/৩ (তামিম ১১৬*, মুশফিক ৬৫
সৌম্য সরকার ১৭, মাহমুদুল্লাহ ১৭, সাকিব ৭*, অতিরিক্ত ১৮
সাঈদ আজমল ১/৪৯, রাহাত ১/৫৭, জুনায়েদ ১/৬১
ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : তামিম ইকবল
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- ৬৭ টেস্ট, ৪৩০১ রান: বিদায় বললেন রোহিত শর্মা
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
প্রথম সেঞ্চুরিকে এগিয়ে রাখলেন তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর