আলোক স্বল্পতায় ৩০তম ওভারে যখন খেলা বন্ধ হয়ে গেল তখন স্টেডিয়ামজুড়ে হাহাকার! কেননা বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। আর টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন তামিম ইকবাল। মিনিট ১৫ পর যখন খেলা শুরু হলো তখন স্টেডিয়ামজুড়ে প্রশান্তির বাতাস। তারপর যখন তামিম তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে গেলেন তখন উচ্ছ্বাসে মাতোয়ারা গ্যালারি। শাহরিয়ার নাফিস ও মাহমুদুল্লাহ রিয়াদের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি।
এই তামিমকে নিয়ে কতই না সমালোচনা হয়েছে! কিছু দিন আগে ব্যাট হাতে মাঠে নামার সময়ও গ্যালারি থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ শব্দ ভেসে আসত! দর্শকরা এতটাই বেপরোয়া হয়েছিলেন যে, তামিমের বাজে সময়ে তার পরিবারেরও সমালোচনা করেছেন। কিন্তু পাকিস্তান সিরিজে অন্য চিত্র। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর গ্যালারি ‘তামিম’ ‘তামিম’ বলে মুখরিত ছিল। কাল তো তামিমের নামে রীতিমতো গর্জন উঠেছিল শেরেবাংলা স্টেডিয়ামে। দর্শকের এমন উল্লাস দেখে তামিমও মুগ্ধ। কিন্তু বাজে সময়ে তার পরিবারকে নিয়ে যেভাবে সমালোচনা করা হয়, তা নিয়ে বিরক্তও। কাল ম্যাচ শেষে তামিম বলেন, ‘ক্রিকেট এমনই। বাজে সময় আসবে, খারাপ সময়ও আসবে। খারাপ করলে সমালোচনা থাকবে। আমি সবাইকে অনুরোধ করব, মাঠে আমি খেলি, আমার পরিবার নয়। তাই আমি যখন খারাপ করব তখন আমার সমালোচনা করুন, আমার পরিবারের নয়।’ প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পরও ম্যাচসেরা হতে পারেননি তামিম। কিন্তু কাল হয়েছেন। তারপরও দুই সেঞ্চুরির তুলনা করতে গিয়ে প্রথম ম্যাচে করা সেঞ্চুরিকেই এগিয়ে রাখলেন। তামিম বলেন, ‘অনেক চাপে ছিলাম। আমার রান করা খুবই দরকার ছিল। তাই ওই সেঞ্চুরিকেই এগিয়ে রাখব।’
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস। ২০০৬ সালে সেঞ্চুরি দুটি করেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সদ্যসমাপ্ত ২০১৫ বিশ্বকাপে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রিয়াদের কাছ থেকে টানা দুই সেঞ্চুরি করার অনুপ্রেরণা পেয়েছেন কিনা, এমন প্রশ্নে তামিম বলেন, ‘রিয়াদ ভাইয়ের ওই দুই সেঞ্চুরি ছিল অসাধারণ। ওখান থেকে অনেক কিছু শেখার ছিল।’
কাল তামিম হাফ সেঞ্চুরি করেছিলেন মাত্র ৩১ বলে, আর সেঞ্চুরি পূরণ করেন ১০৮তম বলে। পাকিস্তানের পেসার জুনায়েদ খানের বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে উদযাপন করেন তামিম। শেষ পর্যন্ত ১১৬ বলে করেন অপরাজিত ১১৬ রান। ১৭টি বাউন্ডারির সঙ্গে একটি বিশাল ছক্কা। তামিমের এটি ষষ্ঠ সেঞ্চুরি। স্বপ্নিল এই সেঞ্চুরির ব্যাখ্যায় তামিম বলেন, ‘এর আগে আমি শুধু একবারই হয়তো অপরাজিত ছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ করে। আর এবার সেঞ্চুরি করে অপরাজিত। খুবই ভালো লাগছে।’
তামিমকে সাধারণ মানুষের উচ্ছ্বসটা একটু বেশি। তাই ভালো করলে যেমন বেশি প্রশংসা হয়, তেমনি খারাপে সমালোচনার ঝড় বইয়ে যায়। ড্যাসিং ওপেনারের উদযাপন নিয়েও সমালোচনা হয়। এ সম্পর্কে তামিম বলেন, ‘আমি কখনো পরিকল্পনা করে উদযাপন করি না। আর যখন পরিকল্পনা করি তখন রান পাই না। আমি কখনো কাউকে আঘাত করার জন্য কোনো উদযাপন করিনি। তারপরও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।’
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ইনিংস : ৫০ ওভারে ২৩৯/৬ (নাসিম ৭৭*, ওয়াহাব ৫১*,
হারিস ৪৪, আজহার ৩৬, সাকিব ২/৫১, নাসির ১/১৭, রুবেল ১/২৭,
আরাফাত ১/৪১ ও মাশরাফি ১/৫২)।
বাংলাদেশ ইনিংস : ৩৮.১ ওভারে ২৪০/৩ (তামিম ১১৬*, মুশফিক ৬৫
সৌম্য সরকার ১৭, মাহমুদুল্লাহ ১৭, সাকিব ৭*, অতিরিক্ত ১৮
সাঈদ আজমল ১/৪৯, রাহাত ১/৫৭, জুনায়েদ ১/৬১
ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : তামিম ইকবল
শিরোনাম
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
প্রথম সেঞ্চুরিকে এগিয়ে রাখলেন তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর