মাশরাফির ১৫০
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কাল ১৫০তম ওয়ানডে খেলেছেন। মোহাম্মদ আশরাফুল ও আবদুর রাজ্জাকের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি ১৫০ ওয়ানডে খেলার কৃতিত্ব অর্জন করেন। ২০০১ সালে ২৩ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হয়েছিল নড়াইল এঙ্প্রেসের। নিজের ১৫০তম ম্যাচে কাল পাকিস্তানের বিরুদ্ধে একটি উইকেট পেয়েছেন মাশরাফি। আউট করেছেন হারিস সোহেলকে।
মনির হাফ সেঞ্চুরি
পাকিস্তানের বিরুদ্ধে কালকের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন এনামুল হক মনি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আইসিসির আম্পায়ার হিসেবে ৫০তম ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০০৬ সালের ৩ ডিসেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল মনির।
পুলিশের টিকিট!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় কালকের ম্যাচের টিকিটও কালোবাজারে বিক্রি হয়েছে দেদারছে। 'প্রকাশ্যে কালোবাজারে টিকিট বিক্রি করছেন পুলিশ ধরে না' প্রতিবেদকের এই প্রশ্নে ক্ষেপে গিয়ে এক কালোবাজারি বলেন, 'পুলিশ কি করবে। এগুলো তো পুলিশের টিকিটই বিক্রি করছি। তারাই বিক্রি করতে দিয়েছে।'
রিয়াজের শিক্ষা
ব্যাটসম্যানের মনোসংযোগ নষ্ট করার জন্য স্লেজিং করেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। তামিমের সামনে তিনি ক্ষ্যাপাটে শরীরী ভাষা প্রদর্শন করেন। তামিম মুখে কিছু বলেননি, তবে পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে রিয়াজকে শিক্ষা দিয়েছেন।