বিশ্বের এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচ দ্বিতীয়বারের মতো মন্তে কার্লো মাস্টার্স ওপেনের শিরোপা জিতলেন। ফাইনালে চেক রিপাবলিকের টমাচ বারদিচকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে গত তিন বছরে দ্বিতীয় এ শিরোপা জিতেন তিনি। এ নিয়ে টানা ১১টি শিরোপা জিতলেন জোকোভিচ।
এর আগে সেমিফাইনালে 'কিং অব ক্লে' খ্যাত স্পেনিশ তারকা খেলোয়াড় রাফায়েল নাদালকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন বিশ্বের এই এক নম্বর টেনিস তারকা। নাদালকে সরাসরি সেটে ৬-৩, ৬-৩ গেমে হারান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে নাদালকে হারিয়ে প্রথমবারের মতো মন্তে কার্লোর শিরোপা জিতেছিলেন জোকোভিচ। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ