বিশ্বকাপ শুরুর আগেই বলের আঘাতে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজ। তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরও এক ক্রিকেটারের নাম। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তার অভিষেক হয়নি। তাতে কি? ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত মুখ। অবশ্য ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। তবে সম্প্রতি সংখ্যাটা যেন বেড়েই চলেছে।
এবার ঘটনাটি ঘটেছে প্রতিবেশি দেশ ভারতের কলকাতায়। সোমবার ইস্টবেঙ্গলের ২১ বছর বয়সি তরুণ ক্রিকেটার অঙ্কিত কেশরি পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন।
এর আগে, গত শুক্রবার কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস মাঠে চলছিল ঘরোয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের নকআউট ম্যাচ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। সতীর্থ অর্ণব মন্ডলের বদলি হিসেবে তখন মাঠে ফিল্ডিং করছিলেন অঙ্কিত কেশরি। ম্যাচের শেষ ওভারে সৌরভ মন্ডলের বলে কভারে উঁচু ক্যাচ ওঠে। ক্যাচ ধরতে ডিপ কভার থেকে দৌড়ে যান অঙ্কিত। অন্যদিকে, ছুটে যান বোলার সৌরভও। এতে একজনের সঙ্গে অন্যজনের সংঘর্ষ হয়। সৌরভের হাঁটু গিয়ে লাগে অঙ্কিতের ঘাড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যান।
এরপর সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার সকালে মারা যান এই তরুণ ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব