চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার চোটের কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের অন্যতম তারকা গ্যারেথ বেল। শুধু তাই নয়, দু থেকে তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি।
শনিবার মালাগার বিরুদ্ধে মাত্র পাঁচ মিনিট মাঠে ছিলেন বেল। তারপর চোট পেয়ে মাঠ ছাড়েন ওয়েলসের এই তারকা ফুটবলার।
রিয়াল মাদ্রিদ তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে, 'রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসেস গ্যারেথ বেলের চোটের পরীক্ষা করেছে। পেশীতে চোট পেয়েছেন তিনি। বেলের চোট সারতে দু-তিন সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে অ্যাটলেটিকো ম্যাচ খেলতে পারবেন না বেল।'
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব