নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলার কথা ছিল আরাফাত সানির। ম্যাচের আগের দিন টিম ম্যানেজমেন্ট তাকেও মানসিকভাবে প্রস্তুত থাকতেও বলেছিলেন। কিন্তু ম্যাচের দিন সকালে স্বপ্ন ভেঙে যায় আরাফাতের। সারা রাত ধরে যে স্বপ্ন দেখেছিলেন, সকালে তা ভেঙে যাওয়ায় কষ্ট পেয়েছিলেন। কিন্তু সেই কষ্ট ভুলে যান দলের জয়ে। অবশ্য অ্যাডিলেডে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়। ওই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লিখে বাংলাদেশ। বিশ্বকাপ খেললেও জাতীয় দলে খেলার কথা কখনো ভাবেননি। তবে বিশ্বকাপে টাইগারদের দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রশংসা করেন আরাফাত। ক্রিকেট মহাযজ্ঞের দুরন্ত খেলার অভিজ্ঞতা নিয়ে ঘরের মাটিতে পাকিস্তানকে টানা দুই ম্যাচ হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এখন অপেক্ষা করছে হোয়াইটওয়াশ করার। অসাধারণ খেলে পাকিস্তানকে হারানোয় বিস্মিত নন ১১ ওয়ানডে খেলা বাঁ হাতি স্পিনার আরাফাত।
সাকিব আল হাসানের পাশে আবদুর রাজ্জাক থাকায় জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছিলেন না আরাফাত। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা করে যাচ্ছিলেন। কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় আরাফাতের। অভিষেক ম্যাচেই আলো ছড়িয়ে জায়গা করে নেন বিশ্বকাপে। খেলেন তিন বাঁ হাতি স্পিনারের একজন হয়ে। যদিও ম্যাচ খেলেন একটি। বিশ্বকাপ খেললেও কখনও ভাবেননি জাতীয় দলে খেলবেন, 'এক বছর আগেও আমি ভাবিনি জাতীয় দলে খেলব। বিশ্বকাপ খেলার কথাও ভাবিনি। তার চেয়েও বড় বিষয় হচ্ছে পরের সিরিজ খেলতে পারব কি না জানিনা।'
বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলে আত্দবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে টাইগাররা। সেই আত্দবিশ্বাস নিয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি সিরিজে। প্রথম ম্যাচে ৩২৯ রান করে হারিয়েছে ৭৯ রানের বড় ব্যবধানে। দ্বিতীয়টি হারিয়েছে ৭ উইকেটে। বিশ্বকাপে রানের দেখা পেতে মরিয়া তামিম ইকবাল টানা দুই সেঞ্চুরি করে এখন রীতিমত মহাতারকা। দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আরাফাত বলেন শুরুতে ভাবতে পারেননি পাকিস্তানের বিপক্ষে জয়ের কথা, 'পাকিস্তানকে এভাবে হারিয়ে দিব আমরা ভাবতে পারিনি। তবে পরিকল্পনা ছিল একটি দল হয়ে খেলতে পারলে ওদের হারাবো। শুধু পাকিস্তান নয়, ভালো খেললে যে কোনো দলের বিপক্ষে জিততে পারি আমরা।' প্রথম ম্যাচে ৪৭ রানে নেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে নেন ১ উইকেট। তামিমের পাশাপাশি দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে দলের জয়ে সহায়তা করেন আরাফাতও। পাকিস্তানের বিপক্ষে এত বড় জয়ের কথা না ভাবলেও বিস্মিত হননি হারিয়ে, 'পাকিস্তানকে হারিয়ে আমরা বিস্মিত নই। আমাদের বিশ্বাস ছিল, যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে ওদের হারাতে পারব। আমরা ভালো খেলেই ওদের হারিয়েছি।'