টানা দুই ম্যাচে হেরে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষ। এখন শুধু শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াতে চাচ্ছে তারা। গতকাল দুপুরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার 'বুম বুম' শহীদ আফ্রিদি। যার জাদুকরি ব্যাটিংয়ের কারণে গত বছর এশিয়া কাপে ৩২৬ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। কাল আফ্রিদির সঙ্গে আহমেদ শেহজাদ, সোহেল তানভীর ও মুক্তার আহমেদ এসেছেন। তবে তৃতীয় ওয়ানডে খেলতে নয়, টি-২০ খেলতে এসেছেন তারা। আগামীকাল বাংলাদেশ-পাকিস্তান শেষ ওয়ানডে। কিন্তু আফ্রিদি মাঠে নামবেন শুক্রবার । সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে।
ঢাকায় নেমেই বাংলাদেশের প্রশংসা করলেন আফ্রিদি। তিনি বলেন, 'বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। তরুণ ক্রিকেটাররাও দুর্দান্ত।'
এখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। অধিকাংশ ক্রিকেটারই নতুন। তারপরেও বাংলাদেশের বিরুদ্ধে বাজেভাবে হার দুটি হজম করতে পারছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ঢাকার পথে রওনা দেওয়ার আগে আফ্রিদি 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'কে বলেছেন, 'এখন পাকিস্তানের সব জায়গায় উন্নতি করতে হবে। তিন বিভাগেই ভালো করতে হবে। তবে ক্রিকেটে যেকোনো ফরমেটে সবচেয়ে জরুরি হচ্ছে পার্টনারশিপ। একটি সেঞ্চুরি পার্টনারশিপ দলকে অনেক এগিয়ে দেয়। আমি পাকিস্তানের কোনো বড় পার্টনারশিপ দেখিনি। তবে এটাও ঠিক, এই দলটা অনেক তরুণ। এদেরকে সময় দিতে হবে। দেখা যাবে একদিন এরাই অনেক ভালো করছে।'
পাকিস্তান দলের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাঁদ। তিনি মনে করেন, পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটা সবচেয়ে বাজে সময়। মিয়াদাঁদের ভাষ্য, 'বাংলাদেশের কাছে এভাবে হার পাকিস্তানের জন্য লজ্জাজনক। এখনই বড় কোনো পদক্ষেপ নিতে না পারলে ভবিষৎ খুবই খারাপ।' তবে পাকিস্তানের সমালোচনা করলেও বাংলাদেশের ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেছে তিনি। মিয়াদাঁদ বলেন, 'এই বাংলাদেশ আর আগের বাংলাদেশের মতো নয়। এরা যেকোনো দলকে যেকোনো সময় হারিয়ে দিতে পারে। তারা দিনের পর দিন উন্নতি করছে।'
২০০২ সালে কিছুদিনের জন্য বাংলাদেশ দলে পরামর্শক হিসেবে কাজ করেছেন মিয়াদাঁদ। সে স্মৃতি রোমন্থন করে তিনি বলেছেন, 'আমি বাংলাদেশের ক্রিকেটারদের কিছু সময়ের জন্য কোচিং করিয়েছিলাম। কিছু বেসিক ধারণা দিয়েছি। তখন ওরা শর্ট পিচ ডেলিভারি খেলতে পারত না ঠিক মতো। কিন্তু এখন তারা প্রশংসার দাবিদার। দারুণ খেলছে।'
পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক বারীও পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন। তিনি বলেন, 'পাকিস্তানের কোনো কৌশল নেই, কোনো পরিকল্পনা নেই। এভাবে কি ভালো করা যায়। অথচ বিশ্বকাপে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল সেটা তারা ধরে রেখেছে, আর পাকিস্তানের যে পশ্চাৎগামিতা শুরু হয়েছিল সেটা অব্যাহত রয়েছে।'