ফিল হিউজের অকাল মৃত্যু এখনো তাড়িয়ে বেড়ায়। হিউজের কথা মনে হতেই শিউরে উঠেন সবাই। ক্রিকেট মাঠে এমন বিভীষিকাময় মৃত্যু কামনা করেননি কেউ। হিউজের করুণ মৃত্যুর প্রায় পাঁচমাস পর ভারতের পশ্চিম বাংলার কলকাতায় ঘটল এমন একটি দুঃখজনক ঘটনা। ক্রিকেট মাঠে দুই ক্রিকেটারের মুখোমুখি সংঘর্ষে মারা যান ২০ বছর বয়সী অঙ্কিত কেশরী। বাংলার প্রথম বিভাগ ক্রিকেটে ইস্ট বেঙ্গল ও ভবানীপুরের নক আউট পর্বের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে দলীয় ফিল্ডারের সঙ্গে আঘাত পান অঙ্কিত। আঘাত পেয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন পর মারা যান তিনি।