একদিন আগে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করে রেকর্ড গড়েছে আর্সেনাল। ১২তম বারের মতো এফএ কাপ জিতে আরও একটি রেকর্ড গড়ার সুযোগ আছে গানারদের সামনে। ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হিসেবে অনেকেই আশা করেছিল লিভারপুলকে। তবে তা আর হলো না। অ্যাস্টনভিলার কাছে এফএ কাপের সেমিফাইনালে হেরে গেছে অলরেডরা। রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্সেনালের মুখোমুখি হচ্ছে অ্যাস্টনভিলা। ফিলিপ কুটিনহোর গোলে ৩০ মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে ৩৬ মিনিটে বেনটেকে এবং ৫৪ মিনিটে ডেল্ফের গোল অ্যাস্টনভিলার জয় নিশ্চিত করে। লিভারপুল ছিটকে পড়ায় কিছুটা সুবিধাই হলো আর্সেনালের! এফএ কাপে ১১টি করে শিরোপা জিতেছে আর্সেনাল ও ম্যানইউ। এবার কি তবে ১২তম শিরোপা ঘরে তুলে ম্যানইউকে ছাড়িয়ে যাবে গানাররা!