কলকাতা নাইট রাইডার্সের বোলারদের দাপটের সামনে দাঁড়াতেই পারলো না দিল্লি ডেয়ারডেভিলসের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। বোলারদের দাপটে সহজ জয়ই পেয়েছে শাহরুখের কেকেআর। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শিরোপাধীদের ৬ উইকেটের জয়ে বড় অবদান রয়েছে অধিনায়ক গৌতম গম্ভিরেরও।
সোমবার দিল্লির ফিরোজ শাহ কোলটায় টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে স্বাগতিক দল।
কলকাতার বোলারদের দারুণ বোলিংয়ে লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি দিল্লি। নিয়মিত উইকেট হারানোয় দেড়শ’ পর্যন্ত যায়নি তাদের সংগ্রহ।
সর্বোচ্চ ৩২ রান করেন মনোজ তিওয়ারি। কলকাতার সাবেক ব্যাটসম্যানের ২৮ বলের ইনিংসটি ৫টি চারে গড়া। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন শ্রেয়াস আয়ার। এছাড়া ২৮ রান করেন কলকাতার আরেক সাবেক খেলোয়াড় অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
কলকাতার উমেশ যাদব, পিযুষ চাওলা ও মর্নে মরকেল দুটি করে উইকেট নেন।
জবাবে ১৮ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। অন্যদিকে, পাঁচ ম্যাচে এটি দিল্লির তৃতীয় হার।
ইউসুফ পাঠানের সঙ্গে গম্ভিরের ৬৫ রানের জুটি কলকাতাকে জয়ের খুব কাছে নিয়ে যায়। ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে ৬০ রানের চমৎকার ইনিংস খেলেন কলকাতার অধিনায়ক। তার ৪৯ বলের ইনিংসটি ৮টি চার সমৃদ্ধ।
১১ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেয়া ইউসুফ অপরাজিত থাকেন ৪০ রানে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ