আসন্ন ক্লে কোর্টের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নন দুইবারের ফরাসী ওপেনের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। মূলতঃ ফেড কাপে যেভাবে জয় পেয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেননি সেরেনা। তাই তিনি মনে করছেন আরেকটু প্রস্তুতি দরকার তার।
বিশ্ব র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা সেরেনা থাকলেও ফেড কাপে ৩-২ গেমে ইতালির কাছে হেরেছে যুক্তরাষ্ট্র। এমন পারফর্মের জন্য খুশি হতে পারেননি সেরেনা। তাই বলেছেন, 'ক্লে কোর্টে খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুত নই। মনে হচ্ছে আমি খেলছি হার্ড কোর্টে। তাই নিজেকে তৈরি করতে হবে।'
৩৩ বছর বয়সী সেরেনা ক্যারিয়ারে ১৯টি (একক) গ্ল্যান্ড স্ল্যাম জিতেছেন। আর ২০০২ ও ২০১৩ সালে তিনি জিতেছেন ফরাসী ওপেনের শিরোপা।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ