ফিল্ডিং করার সময় একই দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চিকিৎসাধীন অবস্থায় এক ক্রিকেটারের মৃত্যুর একদিন যেতে না যেতেই ফের আরেকজনের মাথায় বলের আঘাত লেগেছে। রাহুল ঘোষ নামে ১৯ বছর বয়সী ওই ক্রিকেটারকে স্থানীয় নাইটেঙ্গল হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল হলেও তিনি আশঙ্কামুক্ত নন বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন। সল্টলেক স্টেডিয়ামে সিএবি সেকেন্ড ডিভিশনের এক সেমিফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় রাহুলের মাথায় বলের আঘাত লাগে। খবর ইন্ডিয়া টুডে'র
কলকাতা পুলিশ ও বিজয় স্পোর্টস ক্লাবের মধ্যে ওই সেমিফাইনাল ম্যাচটি চলছিল। রাহুল কলকাতা পুলিশ দলের একজন ক্রিকেটার। কাভার অঞ্চলে ফিল্ডিং দিচ্ছিলেন তিনি। তখন প্রতিপক্ষের এক ব্যাটসম্যানের এক শটে হঠাৎ করে বলটি চোখের পলকে তার মাথায় এসে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিয়ে পড়ে যান। পরে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাহুলের মাথায় সিটি স্ক্যান হয়েছে। এতে তার মাথার বাম পাশে একটি ক্ষতস্থান ধরা পড়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন। তিনি বলেন, 'মাথার বাম পাশে তিনি আঘাত পেয়েছেন। এতে সেখানে রক্তপাত হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। এতে একটি ক্লট ধরা পড়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল তবে তাকে সাত থেকে আটদিন পর্যবেক্ষণে রাখতে হবে। এর আগে চূড়ান্ত কিছু বলা যাবে না।'
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল ২০১৫/শরীফ