সিরিজ নির্ধারণ হয়ে গেছে। এখন পাকিস্তানের সামনে অপেক্ষা করছে হোয়াইটওয়াশের লজ্জা। কিন্তু শেষ ম্যাচেও এই দল নিয়ে জয়ের ব্যাপারে ভরসা করতে পাচ্ছেন না পাকিস্তানের স্পিন কোচ মুশতাক আহমেদ। তবে কিংবদন্তি এই স্পিনারের বিশ্বাস একটি ভালো ইনিংস কিংবা ভালো স্পেল বদলে দিতে পারে পাকিস্তানকে। সে অপেক্ষাতেই রয়েছেন মুশতাক। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনি বলেন, 'আমাদের এই দলটা একেবারেই তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া। তাই আমাদের লক্ষ্য থাকে ইতিবাচক ক্রিকেট খেলা। তবে এটা ঠিক যে, একটি ভালো স্পেল সব কিছুই বদলে দিতে পারে।'
সিরিজ হারের পরও পাকিস্তানের খেলার মধ্যে অনেক ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মুশতাক আহমেদ। তিনি বলেন, 'প্রথম দুই ম্যাচে হারলেও অভিষেক হওয়া দুই ক্রিকেটার হাফ সেঞ্চুরি করেছেন। যে কারণে আমাদের ড্রেসিং রুমে একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে। তাই নেতিবাচক কোনো কিছু নিয়ে আর ভাবতে চাই না।' টানা দুই ম্যাচে হারলেও সেজন্য কন্ডিশনকে দায়ী করতে চান না তিনি। তার কাছে মনে হয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা আত্মবিশ্বাসের অভাবে ভোগার কারণেই বার বার হারছে। মুশতাক বলেন, 'আমরা আমাদের শক্তিমত্তা সম্পর্কে খুবই ভালোভাবেই জানি। এখানকার কন্ডিশনের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। তবে সমস্যাটা হচ্ছে আত্মবিশ্বাসের! বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ আত্মবিশ্বাসী। তবে এখন আমাদের বোলার এবং ব্যাটসম্যানরা অনেক ইতিবাচক। তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। পরের ম্যাচে অনেক পরিবর্তন দেখা যেতে পারে।'
অনেক দিন পর ক্রিকেটে ফিরে সুবিধা করতে পারছেন না দলের সেরা স্পিনার সাঈদ আজমল। মুশতাক মনে করেন, তাকে সময় দিতে হবে। আজমল সম্পর্কে তিনি বলেন, 'গত ২০ বছর ধরে তিনি যেভাবে বোলিং করছিলেন, তাকে বোলিং অ্যাকশন পরিবর্তন করতে হয়েছে। এই পরিবর্তনের জন্য তাকে সময় দিতে হবে।' বর্তমানে পাকিস্তানের খারাপ সময় গেলেও এই দলটাই এক সময় অনেক ভালো করবে বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, 'দলের ক্রিকেটাররা খুবই মেধাবী। তাদের আত্মবিশ্বাস আছে ভালো করার ব্যাপারে। তবে অনেকেই নতুন। তাছাড়া জুনায়েদ খান ও আজহার আলিও অনেক দিন পর দলে ফিরেছে, তাদেরও সময় দিতে হবে।'