ভিনসেন্ট ক্যালডেরনে নিদেনপক্ষে একটা গোল পেলেও রিয়াল মাদ্রিদের কাজটা সহজ হয়ে যেত। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে সেই যে হারিয়েছে আনসেলত্তির শিষ্যরা এরপর সাতটা ম্যাচে আর কূল খুঁজে পায়নি তারা। মাদ্রিদ ডার্বি দিয়েগো সিমিওনে একতরফাই করে রেখেছেন গত প্রায় একটা বছর ধরে। ড্র নয়তো রিয়ালের পরাজয়! এই সমীকরণটা পরিবর্তন করার সেরা সুযোগ ছিল আনসেলত্তির সামনে। আজ আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ গোল শূন্য ড্রতে শেষ হওয়ায় আজ যে কোনো ব্যবধানের জয়ই রিয়াল মাদ্রিদকে শেষ চারে পৌঁছে দিতে পারত। কিন্তু বাদ সাধল ইনজুরি।
ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মডরিচ আগেই ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন। যে অস্ত্রগুলোর উপর আনসেলত্তি নির্ভর করতে পারতেন তাদের অন্যতম গেরেথ বেলেও আছেন ইনজুরিতে। করিম বেনজেমাকেও পাচ্ছেন না তিনি। গতকালের এই দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে ভয়ের একটা হিম শীতল স্রোতই বইয়ে দিয়েছে। যে দলটার সঙ্গে পুরো শক্তি মাঠে নামিয়েও পারা যায় না তাদের সঙ্গে আহত রিয়াল জয়ের দেখা পাবে কিনা তা এখন দেখার বিষয়।