সাত ম্যাচের সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। তবে ম্যাচ জয়ের ক্ষুধাটা একটুও কমেনি যুবাদের। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকান যুবাদের ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশের তরুণরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২১৯ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শফিউল হায়াতের ৮৩ ও মেহেদি হাসানের ৫৭ রানে লড়াকু স্কোর গড়ে বাংলাদেশ। এছাড়াও অধিনায়ক নাজমুল হোসাইন ১৮, পিনাক ঘোষ ১৫ এবং কাজী অনিক ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফক্সক্রফট। তিনি মাত্র ৪৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়াও সেনোকওয়েইন ২টি এবং নিগিদি, গ্যালিয়েম ও মুলডার একটি করে উইকেট শিকার করেন। ২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.১ ওভারে ১৭৪ রান করেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মুনস্যামি। এছাড়াও গ্যালিয়েম ৩৬, ফক্সক্রফট ২৬ ও মুলডার ১৮ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার জয় করেন ৫ উইকেট শিকারি বাংলাদেশের সালেহ আহমদ।