আফ্রিদির উপদেশ
টানা দুই ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মাশরাফিরা মাঠে নামবেন হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে। বাংলাদেশ যে দুর্দান্ত দাপটে খেলছে তাতে আজও জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যে পাকিস্তানকে ১৬ বছর ধরে হারানো যাচ্ছিল না, তারা কিনা এখন হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে। এই লজ্জায় যেন পড়তে না হয় ঢাকা এসেই শহিদ আফ্রিদি বসেছিলেন অধিনায়ক আজাহার আলির সঙ্গে। শেষ ম্যাচে বাংলাদেশকে কিভাবে হারানো যায় কিছু উপদেশও দিয়েছেন।
হ্যাটট্রিকের অপেক্ষা
পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরির কৃতিত্ব পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। এই কৃতিত্ব বাংলাদেশের আরও দুই ক্রিকেটারের রয়েছে। কিন্তু টানা তিন ম্যাচে কেউ সেঞ্চুরির কৃতিত্ব পাননি। সেক্ষেত্রে আজ সেঞ্চুরিতে তামিমের হ্যাটট্রিকের সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করেন, তামিম এখন যে ফর্মে রয়েছেন এ কৃতিত্ব অর্জন করাটা কঠিন কিছু হবে না। ভক্তরা তাকে নাকি টেলিফোন করে বলেছেন আমরা অপেক্ষায় রয়েছি আপনার সেঞ্চুরির হ্যাটট্রিক দেখতে।
বোলারদের চ্যালেঞ্জ
আগের দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এটা নাকি আবার বাংলাদেশের বোলারদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পেসার কিংবা স্পিনাররা তাই তৃতীয় ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পাকিস্তানের ব্যাটসম্যানদের কোণঠাসা করে যে কোনো বোলার ম্যাচের সেরা পুরস্কার হাতে তুলতে চান।
নির্বাচনী টিকিট
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে টিকিট যেন সোনার হরিণ। কালো বাজারে চড়া দামে হলেও টিকিট কিনতে চান ক্রিকেটপ্রেমীরা। টিকিট পাওয়া যাচ্ছে না, অথচ দ্বিতীয় ম্যাচে গ্যালারিও ভরেনি। তাহলে এতো টিকিট যাচ্ছে কোথায়? এবারে নাকি অধিকাংশ টিকিট কিনে নিয়েছেন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোট নিশ্চিত করতে এলাকাবাসীর হাতে তারা বিনা মূল্যে ক্রিকেট ম্যাচের টিকিট তুলে দিচ্ছেন। এ জন্য এবার কালো বাজারেও তেমনভাবে টিকিট পাওয়া যাচ্ছে না।