গত বছর অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাজয়ী সুইস টেনিস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কা স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। কোনো ঝগড়াঝাটি বা মনোমালিন্য থেকে তাদের এ বিচ্ছেদ হয়নি। বরং নিজের খেলাটার প্রতি আরো বেশি মনোযোগী হতে এ সিদ্ধান্ত নিয়েছেন ভাভরিঙ্কা। স্ত্রী ইলামের সঙ্গে ৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তির বিষয়টি এ তারকা নিজেই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন।
বিচ্ছেদ প্রসঙ্গে ভাভরিঙ্কা বলেন, 'টেনিস খেলায় আরো উন্নতির জন্য এই বিচ্ছেদ ঘটাতে হলো আমাকে।' তবে ভাভরিঙ্কা এর আগেও একবার টেনিসের প্রতি মনোযোগী হতে তার স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলেন। তবে ২০১০ সালে এক কন্যা সন্তানের জন্মের পর তিনি ফের ইলামের কাছে ফিরে এসেছিলেন।
উল্লেখ্য, সুইস টেলিভিশন উপস্থাপিকা ইলামকে ২০০৯ সালে বিয়ে করেন ভাভরিঙ্কা। খবর এএনআই'র
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ২০১৫/শরীফ