বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আজ মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। ১১০ বলে ১০টি চারের বিনিময়ে এ সেঞ্চুরি করেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আজহারের প্রথম সেঞ্চুরি। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রান ছিল ৯৬।
২০১১ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় আজহারের। এ পর্যন্ত তিনি ১৬টি ওডিআই ম্যাচ খেলেছেন।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ২০১৫/শরীফ