বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ৪৯ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান। এর ফলে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ২৫১ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক অাজহার আলী। ১১২ বলে ১০টি চারের বিনিময়ে ১০২ রান করেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আরেক ওপেনার সামি আসলাম করেন ৪৫ রান। অার হ্যারিস সোহাইলের সংগ্রহ ছিল ৫৩ রান।
বাংলাদেশের হয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, অারাফাত সানি ও রুবেল হোসেইন ২টি করে উইকেট নিয়েছেন। আর নাসির হোসেইন নেন ১টি উইকেট। এর আগে আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী পাকিস্তান।
তিন ম্যাচ একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটাই প্রথম সিরিজ হয় স্বাগতিকদের। অার আজকের ম্যাচে টাইগাররা জয় পেলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে সফরকারীদেরকে।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ২০১৫/শরীফ