মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজার পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তিনি এই ক্লাবের নতুন সদস্য হন।
এরআগে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়নাডের দিন মাশরাফি বিন মর্তুজা ১৫০ ক্লাবে প্রবেশ করেন। এছাড়া ১৫০ ক্লাবে প্রবেশ থেকে মাত্র একটি ম্যাচ দূরে আছেন বর্তমান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
লাল-সবুজের জার্সি গায়ে সর্বোচ্চ ১৭৫টি ওয়ানডে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় অবস্থানে থাকা স্পিনার আব্দুর রাজ্জাক খেলেছেন ১৫৩টি ম্যাচ।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৫/মাহবুব