পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অর্ধশতক করেছেন ওপেনার সৌম্য সরকার। ৬৩ বলে ৬টি চার ও ১টি ছ্ক্কার মাধ্যমে এ রান করেন তিনি। আরেক ওপেনার তামিম ইকবালের সংগ্রহ ৩৩ রান। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১৮.৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান করেছে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারেই সব ক'টি উইকেট হারিয়ে সফরকারী পাকিস্তান ২৫০ রান তুলতে সক্ষম হয়। অধিনায়ক আজহার আলী সর্বোচ্চ ১০২ রান করেন। ১১২ বলে ১০টি চারের বিনিময়ে ১০২ রান করেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আরেক ওপেনার সামি আসলাম করেন ৪৫ রান। অার হ্যারিস সোহাইলের সংগ্রহ ছিল ৫৩ রান। বাংলাদেশের হয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, অারাফাত সানি ও রুবেল হোসেইন ২টি করে উইকেট নিয়েছেন। আর নাসির হোসেইন নেন ১টি উইকেট।
তিন ম্যাচ একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটাই প্রথম সিরিজ হয় স্বাগতিকদের। অার আজকের ম্যাচে টাইগাররা জয় পেলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে সফরকারীদেরকে।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ২০১৫/শরীফ