পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সৌম্য সরকারের পর অধশতক করেছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। তবে ব্যক্তিগত ৬৪ রানে তিনি জুনায়েদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। অন্যপ্রাপ্তে ৭১ রানে ব্যাট করছেন আরেক ওপেনার সৌম্য সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ এক উইকেটে ১৪৫ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ১০৬ রান।
তামিমের ৬৪ রানের ইনিংসে ১ ছক্কা ও ৮ চার। ৭৪ বলে তিনি এ রান সংগ্রহ করেন। অন্যদিকে, সৌম্যের ৭৫ রানের ইনিংসে ৩ ছক্কা ও ৭ চার। ৭৫ বলে তিনি এ রান সংগ্রহ করেন।
এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারেই সব ক'টি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন অধিনায়ক আজহার আলী। এছাড়া, ওপেনার সামি আসলাম ৪৫ ও হ্যারিস সোহাইল করেন ৫৩ রান।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, অারাফাত সানি ও রুবেল হোসেইন ২টি করে উইকেট নিয়েছেন। আর নাসির হোসেইন নেন ১টি উইকেট।
তিন ম্যাচ একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটাই প্রথম সিরিজ হয় স্বাগতিকদের। অার আজকের ম্যাচে টাইগাররা জয় পেলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে সফরকারীদেরকে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৫/মাহবুব