সৌম্য সরকারের অপরাজিত ১২৭ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আর এ জয়ের ফলে ৩-০ সিরিজ পকেটে ভরে প্রথম বারের মতো পাকিস্তানকে বাংলাওয়াশ করার স্বাদ নিল টাইগাররা।
এদিন, পাকিস্তানের দেওয়া ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। এই দু'জনের জুটিতে দলীয় স্কোরবোর্ডে যোগ হয় ১৪৫ রান। এদিন টানা তৃতীয় শতক না পেলে তুলে নিয়েছেন নিজের ২৮তম অর্ধশতক। তার ৭৬ বলে ৬৪ রানের ইনিংসে ছিল ৮ চার ও এক ছক্কা। এরপর ব্যাটিংয়ে এসে সিরিজে তৃতীয় বারের মতো ব্যর্থ বিশ্বকাপে টানা ২ সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে সৌম্য সরকার একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকলে টার্গেট সহজ হয়ে যায় বাংলাদেশের। অন্যপ্রান্তে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। আর সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে উঠেন সৌম্য। ৯৪ বলে সেঞ্চুরি করার পর বাকি ১৬ বলে করেন ২৭ রান। শেষ পর্যন্ত সৌম্য সরকার ১১০ বলে ১২৭ রানে অপরাজিত থেকে ম্যাচের জয় নিশ্চিত করেন। তার এই ম্যাচ জয়ের ইনিংসে ছিল ১৩ চার ও ৬ ছক্কা। অন্যপ্রান্তে মুশফিকুর রহিম মাত্র এক রানের জন্য অর্ধশতক পাননি। হাফ সেঞ্চুরি পেতে মুশফিকের ৫ রানের প্রয়োজন হলেও চার মারায় ৪৯ থাকতে হয় মুশফিককে। কারণ ততক্ষণে বাংলাদেশের স্কোরবোর্ডে ম্যাচ জয় রান জমা হয়ে গেছে। পাকিস্তানের পক্ষে একমাত্র জুনায়েদ খান ২টি উইকেট লাভ করেন।
এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারেই সব ক'টি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন অধিনায়ক আজহার আলী। এছাড়া, ওপেনার সামি আসলাম ৪৫ ও হ্যারিস সোহাইল করেন ৫৩ রান।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, অারাফাত সানি ও রুবেল হোসেইন ২টি করে উইকেট নিয়েছেন। আর নাসির হোসেইন নেন ১টি উইকেট।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৫/মাহবুব