পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য ১৪ সদেস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাস। এজন্য ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মুমিনুল হক ও রুবেল হোসেনকে।
আগামী ২৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ওই একমাত্র টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি স্কোয়াড : তামিম ইকবাল খান, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান ও আরাফাত সানী।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৫/মাহবুব