স্কিলের সঙ্গে যখন অভিজ্ঞতা যোগ হয় তখনই ছড়িয়ে পড়ে সাফল্যের দ্যুতি! আত্মবিশ্বাস অবশ্যই সাফল্যের পূর্বশর্ত। বুদ্ধিমত্তা দিয়ে জয় করা যায় যেকোনো প্রতিকূল পরিস্থিতি! এই চার গুণের মিলনেও টাইগাররা সফল হবে না তা কি করে হয়! বোলিংয়ের পর ব্যাটিংয়ে সফল। মাত্র ২ উইকেট হারিয়ে পাকিস্তানকে বাঘাওয়াশ করল টাইগাররা।
৩৮তম ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২০০ রান করে ফেলে পাকিস্তান। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি অধিনায়ক আজহার আলি তখন উজ্জীবিত, হাফ সেঞ্চুরি করা হারিস সোহেলও উৎফুল্ল। মনে হচ্ছিল ৩০০ কিংবা সাড়ে ৩০০ রান করা পাকিস্তানের সময়ের ব্যাপার মাত্র। সেই দলটাই কিনা আটকে গেল শেষ পর্যন্ত ২৫০ রানে। এক ওভার আগেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
দুর্দান্ত শুরুর পরও শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল পাকিস্তান শেষ আট উইকেট হারিয়েছে মাত্র ৪৭ রানে। ইনিংসের ধস শুরু হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরেই। সেঞ্চুরি করা আজহার আলি যখন রানের গতি বাড়ানোর কথা চিন্তা করছিলেন তখনই তাকে প্যাভিলিয়নের পথ ধরতে হয়। ৩৯তম ওভারের চতুর্থ বলটি সাকিব আল হাসান কিছুটা জোর দিয়ে করেন। অতিরিক্ত বাউন্সও পেয়ে যান। আর এতেই বোকা বনে যান আজহার। পেছনের পায়ে ভর দিয়ে শট খেলতে গিয়ে বোল্ড।
সহ অধিনায়ক যখন খেলায় প্রাণ সঞ্চার করলেন তখন অধিনায়ক কী আর বসে থাকতে পারেন! যেন সাকিবের দেখাদেখি পরের ওভারেই মাশরাফি তুলে নেন হাফ সেঞ্চুরিয়ান হারিস সোহেলের উইকেট। পরের ওভারে আবারও সাকিবের ক্যারিশমা। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করে দেন ৪ রানেই। পর পর তিন ওভারে তিন উইকেট হারিয়ে পাকিস্তান তখন মহাবিপদে।
এরপর চমক দেখালেন নাসির হোসেন। মাশরাফির বলে ডিপ স্কোরার লেগ থেকে বেশ কিছু দূর দৌড়ে গিয়ে ফাওয়াদ আলমের যে ক্যাচটি লুফে নিলেন সেটি এক কথায় অপূর্ব। পাকিস্তানের ইনিংস তখন ভাঙা হাট! দুই উইকেটে ২০৩ থেকে ছয় উইকেটে ২৩১। তারপর সফরকারীদের বাকি চার উইকেট ভাগাভাগি করে নিলেন পেসার রুবেল হোসেন ও স্পিনার আরাফাত সানি। স্পিন-পেসের কী চমৎকার সমন্বয়! কাল পাকিস্তানের পতন ঘটা ১০ উইকেটই তো সমানভাবে ভাগ করে নিয়েছেন পেসার ও স্পিনাররা মিলে!
আফ্রিদির ‘টোটকা’ও ভালোভাবে কাজ দেয়নি! টানা দুই ম্যাচে হারের পর পাকিস্তানি ক্রিকেটাররা রীতিমতো বিধ্বস্ত! মানসিকভাবে ভেঙে পড়েছিল। টি-২০ খেলতে আসা শহীদ আফ্রিদি ম্যাচের আগের দিন ব্যাটসম্যানদের হাতেনাতে শিখিয়ে দিলেন কিভাবে বাংলাদেশি বোলারদের মোকাবিলা করতে হবে! আফ্রিদির চেয়ে বাংলাদেশি বোলারদের আর ভালো বুঝবেন কে? কিন্তু লাভ হলো কোথায়! তিন শতাধিক রানের উইকেটে ২৫০-এ প্যাকেট!
ওয়াকার ইউনুস ব্যর্থ হয়েছেন আগেই, এবার বৃথা গেল আফ্রিদির ‘টোটকা’ও! তবে আজহার আলী ও হারিস সোহেল ঠিকই উপকৃত হয়েছেন আফ্রিদির উপদেশে! তাই গতকাল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়েছেন পাকিস্তান অধিনায়ক। ১১২ বলে ১০১ রান। যাকে বলে ‘ক্যাপ্টেন্স নক’! পাকিস্তান অধিনায়ক যেন কাল ব্যাটসম্যানদের জড়তা কাটাতে ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন। হারিস সোহেলের হাফ সেঞ্চুরিটাও ছিল সময়োপযোগী। বাকিরা গাইলেন আগের দুই ম্যাচের ‘কোরাস’!
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ওপেনার সরফরাজ শেষ ম্যাচে একাদশেই সুযোগ পাননি। অভিষেক হয়েছে পাঞ্জাবের ১৯ বছর বয়সী ক্রিকেটার সামি আসলামের। ওপেনিংয়ে নেমে ভালো খেলছিলেন। কিন্তু ৫০ বলে ৪৫ রান করার পর নাসিরের বলে কট বিহাইন্ড হয়ে যান। তবে বলটি তার ব্যাটে কিংবা গ্লাভসে লেগেছে কিনা ঠিক বোঝা যায়নি। হাতে রিভিউ থাকার পরও সেটি ব্যবহার করেননি সামি। পাকিস্তান ভক্তদের মনে হতেই পারে রিভিউ না নিয়ে বোকামিই করেছেন তিনি। নচেৎ অভিষেকেই হাফ সেঞ্চুরি করতে পারতেন, যেভাবে দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করছিলেন সেঞ্চুরি পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না।
সিনিয়রদের তুলনায় পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানরাই দিয়েছেন দৃঢ়তার পরিচয়। সিরিজের প্রথম ম্যাচে একসঙ্গে অভিষেক হয়েছিল দুই ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সাদ নাসিমের। আগের দুই ম্যাচে দুই ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেছেন। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না দুই সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও ফাওয়াদ আলম। আগের দুই ম্যাচের মতো গতকালও সফল হতে পারেননি তারা। দুই ব্যাটসম্যানই আউট হওয়ার আগে করেছেন ৪ করে রান।
শিরোনাম
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
পেস-স্পিনের অপূর্ব সমন্বয়
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর