বাজে ফর্মের জন্য বিশ্বকাপ স্কোয়াডে সুযোগই পাননি। ঘরে বসে দলের খেলা দেখেছেন। তখনই হয়তো পাকিস্তান দলে ফিরতে প্রতিজ্ঞা করেছিলেন আজহার আলি। বিশ্বকাপ শেষে দল যখন ঘরে ফিরে, তখনই সুখবরটি পান আজহার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দেয় বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন। যে ক্রিকেটার বাজে ফর্মের জন্য বিশ্বকাপ খেলতে পারেননি, তাকেই কি না অধিনায়ক বানিয়ে দিল পিসিবি! অবিশ্বাস্য। তবে পিসিবির সিদ্ধান্ত যে ভুল হয়নি, তার প্রমাণ রেখেছেন আজহার। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটিতেই রান করে। কাল ১৭ ম্যাচ ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরি করেন। সেঞ্চুরিটি আবার অধিনায়ক হিসেবেও প্রথম। খেলেন ১০১ রানের ইনিংস।
প্রথম ম্যাচে বাংলাদেশের ৩২৯ রানের জবাবে ২৫০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে আজহার খেলেছিলেন ৭৬ রানের প্রত্যয়ী ইনিংস। দ্বিতীয় ম্যাচে বড় স্কোর করতে না পারলে ব্যর্থ হয় পাকিস্তানও। হেরে যায় ৭ উইকেটে। আজহার রান করেছিলেন ৩৬। কাল আগের দুই ইনিংসকে ছাড়িয়ে যান। খেলেন ১০১ রানের জমকালো ইনিংস। মাশরফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদদের সাবলীলভাবে খেলে ক্যারিয়ারের ১৭ নম্বর ওয়ানডে পেলেন প্রথম সেঞ্চুরি। অভিষিক্ত সামি আসলামকে নিয়ে ৯১ রানের ভিত দেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে বাঁ হাতি হারিস সোহেলকে নিয়ে ৯৮ রান যোগ করেন স্কোর বোর্ডে। হারিস সেঞ্চুরির দেখা না পেলেও খেলেন ৫২ রানের ইনিংস। দলীয় ৩৮.৪ ওভারে সাকিব আল হাসানকে তুলে মারতে যেয়ে বোল্ড হন আজহার। তার সেঞ্চুরিতেই শেষ পর্যন্ত ২৫০ রানের লড়াকু ইনিংস গোললেও বৃথা যায় আজহারের সেঞ্চুরি। কারণ তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে বাঘাওয়াশ হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ানরা।
২০১১ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে খেলেছিলেন ৩৯ রানের ইনিংস। তবে সেটা ছিল ওয়ান ডাউনে। দুবাইয়ে ইংল্যান্ড সিরিজে দিয়ে ওপেন করেন। এখন নিয়মিত ওপেনার। তবে স্ট্রাইক অ্যান্ডে এই প্রথম। ২০১২ সালে আবুধাবীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ নম্বরেও ব্যাটিং করেন আজহার। সব মিলিয়ে ১৭ ম্যাচে আজহারের পরিসংখ্যান ১৭ ম্যাচে ৬৬১। এক সেঞ্চুরির বিপক্ষে হাফসেঞ্চুরি ৫টি। পাল্লেকেলেতে অবশ্য নার্ভাস নাইনটিজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন ৯৬ রানে।
শিরোনাম
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
বৃথা গেল আজহারের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর