বাজে ফর্মের জন্য বিশ্বকাপ স্কোয়াডে সুযোগই পাননি। ঘরে বসে দলের খেলা দেখেছেন। তখনই হয়তো পাকিস্তান দলে ফিরতে প্রতিজ্ঞা করেছিলেন আজহার আলি। বিশ্বকাপ শেষে দল যখন ঘরে ফিরে, তখনই সুখবরটি পান আজহার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দেয় বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন। যে ক্রিকেটার বাজে ফর্মের জন্য বিশ্বকাপ খেলতে পারেননি, তাকেই কি না অধিনায়ক বানিয়ে দিল পিসিবি! অবিশ্বাস্য। তবে পিসিবির সিদ্ধান্ত যে ভুল হয়নি, তার প্রমাণ রেখেছেন আজহার। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটিতেই রান করে। কাল ১৭ ম্যাচ ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরি করেন। সেঞ্চুরিটি আবার অধিনায়ক হিসেবেও প্রথম। খেলেন ১০১ রানের ইনিংস।
প্রথম ম্যাচে বাংলাদেশের ৩২৯ রানের জবাবে ২৫০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে আজহার খেলেছিলেন ৭৬ রানের প্রত্যয়ী ইনিংস। দ্বিতীয় ম্যাচে বড় স্কোর করতে না পারলে ব্যর্থ হয় পাকিস্তানও। হেরে যায় ৭ উইকেটে। আজহার রান করেছিলেন ৩৬। কাল আগের দুই ইনিংসকে ছাড়িয়ে যান। খেলেন ১০১ রানের জমকালো ইনিংস। মাশরফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদদের সাবলীলভাবে খেলে ক্যারিয়ারের ১৭ নম্বর ওয়ানডে পেলেন প্রথম সেঞ্চুরি। অভিষিক্ত সামি আসলামকে নিয়ে ৯১ রানের ভিত দেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে বাঁ হাতি হারিস সোহেলকে নিয়ে ৯৮ রান যোগ করেন স্কোর বোর্ডে। হারিস সেঞ্চুরির দেখা না পেলেও খেলেন ৫২ রানের ইনিংস। দলীয় ৩৮.৪ ওভারে সাকিব আল হাসানকে তুলে মারতে যেয়ে বোল্ড হন আজহার। তার সেঞ্চুরিতেই শেষ পর্যন্ত ২৫০ রানের লড়াকু ইনিংস গোললেও বৃথা যায় আজহারের সেঞ্চুরি। কারণ তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে বাঘাওয়াশ হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ানরা।
২০১১ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে খেলেছিলেন ৩৯ রানের ইনিংস। তবে সেটা ছিল ওয়ান ডাউনে। দুবাইয়ে ইংল্যান্ড সিরিজে দিয়ে ওপেন করেন। এখন নিয়মিত ওপেনার। তবে স্ট্রাইক অ্যান্ডে এই প্রথম। ২০১২ সালে আবুধাবীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ নম্বরেও ব্যাটিং করেন আজহার। সব মিলিয়ে ১৭ ম্যাচে আজহারের পরিসংখ্যান ১৭ ম্যাচে ৬৬১। এক সেঞ্চুরির বিপক্ষে হাফসেঞ্চুরি ৫টি। পাল্লেকেলেতে অবশ্য নার্ভাস নাইনটিজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন ৯৬ রানে।
শিরোনাম
- প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা
- সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
- প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে
- ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর
- রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন বিধ্বস্ত : স্থগিত নাহিদদের ম্যাচ
- চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
- ববি উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে শিক্ষকদের সংহতি
- বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ
- মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : গভর্নর
- যুক্তরাজ্যের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প
- পাকিস্তানের গুলিতে ভারতে নিহত ১৬
- রাজস্ব বোর্ড বিলুপ্ত নয়, সংস্কার চায় বিটিএলএ ও ডিটিবিএ
- ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন সাব্বির
- চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন
- পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
- শাস্তি পেলেন কলকাতার তারকা স্পিনার
- ফরিদপুরে শুভসংঘের উদ্যোগে ‘সাইবার অপরাধ নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভা
- ষড়যন্ত্র করবেই, আবার তা মোকাবিলাও করতে হবে : নবীউল্লাহ নবী
- বেরোবিতে বিলুপ্তপ্রায় ফলসার ফল
- প্রাতঃভ্রমণে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
বৃথা গেল আজহারের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর