আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে একই চূড়ায় উঠলেন সাকিব আল হাসান। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১৫০তম ওয়ানডে খেলার কৃতিত্ব দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে বাংলাদেশের হয়ে ১৫০তম ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল কেবল মোহাম্মদ আশরাফুল ও স্পিনার আবদুর রাজ্জাকের। আর মাত্র একটি ম্যাচ খেললে এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড মুশফিকুর রহিম। ওয়ানডেতে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল ২০০৬ সালের ৬ আগস্ট, জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন সাকিব। ১০ ওভার বল করে ৩৯ রানে এক উইকেট এবং ব্যাট হাতে অপরাজিত ৩০ রান করেছিলেন। তারপর ধীরে ধীরে সাকিব আরও ক্ষুরধার হয়ে ওঠেন।
বর্তমান সাকিব নিয়ে তো আর নতুন করে লেখার কিছু নেই। বিশ্বসেরা অলরাউন্ডার। কালকের ম্যাচের আগে পর্যন্ত সাকিব ব্যাট হাতে করেছিলেন ৪২১১ রান। গড় ৩৪.৮০। ছয়টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৮টি হাফ সেঞ্চুরিও। ১৪৯ ম্যাচে বল হাতে শিকার করেছেন ১৯৩ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৫টি ওয়ানডে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। যিনি এখন বিপিএল ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ আছেন। এছাড়া ১৫৩টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। কালকের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম খেলছেন ১৪৯টি ম্যাচ। তামিম ইকবাল খেলছেন ১৪৪টি ওয়ানডে। এছাড়া বাংলাদেশের হয়ে ১০০’র বেশি ওয়ানডে খেলেছেন খালেদ মাসুদ পাইলট (১২৬), মোহাম্মদ রফিক (১২৩), মাহমুদউল্লাহ রিয়াদ (১১৯) ও হাবিবুল বাশার (১১১)টি ওয়ানডে।
শিরোনাম
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সাকিবের ১৫০তম ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর