ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিরাপদেই আছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের সদস্যরা। ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ১৯০০'র মতো ব্যক্তির প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ৫ হাজারের মতো মানুষ। তাই স্বাভাবিকভাবেই সেখানে অবস্থানরত বাংলাদেশি নারী ফুটবলাররা কেমন আছেন তা নিয়ে একটা উদ্বেগ কাজ করছিল দেশবাসীর মনে। তবে জানা গেছে, তারা সেখানে নিরাপদেই আছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তার কারণে ফুটবলাররা হোটেল ছেড়ে মাঠে নেমেছিল। পরে তারা ফের হোটেলের ভেতরে চলে যায়। তারা ভালো আছে এবং নিরাপদেই আছে।
শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন স্থানে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প। একের পর এক ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার নেপালসহ আরো কয়েকটি দেশ। তবে এ ভূমিকম্পে নেপালেই বেশি হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
শক্তিশালী এই ভূমিকম্পের ফলে কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়। ২৫ এপ্রিল অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের আসরে 'সাউথ অ্যান্ড সেন্ট্রাল জোন'-এ রয়েছে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর সেই কাঠমান্ডুই এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, ফাইনাল ম্যাচটি যে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল তারও অনেক ক্ষতি হয়েছে। তবে বাতিল হওয়া ফাইনাল ম্যাচটি কবে ও কোথায় হবে তা এখনো জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ