বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুরে চলমান শেষ টেস্টের প্রথম দিনটিতে সফরকারী দলটির ব্যাটসম্যানদের আধিপত্য লক্ষ্য করা গেছে। আজ প্রথম দিনে ৯০ ওভার খেলা শেষে সফরকারীরা মাত্র তিনটি উইকেট হারিয়ে ৩২৩ রান সংগ্রহ করেছে। সেঞ্চুরি পেয়েছেন ইউনিস খান ও আজহার আলী। ইউনিস আজ তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি করেন। এটি বাংলাদেশের বিপক্ষে তার তৃতীয় শতক। ১৪৮ রান করে মোহাম্মদ শহীদের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন ইউনিস। আর দিনশেষে আজহার আলী ১২৭ রান করে অপরাজিত আছেন। শতকের পথে আজহার মোকাবেলা করেন ২১১টি বল। টেস্ট ক্যারিয়ারে এটি তার অষ্টম সেঞ্চুরি। আজহারের সঙ্গে ৯ রান নিয়ে ক্রিজে ছিলেন অধিনায়ক মিসবাহ উল হক। এছাড়া পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আসলাম সামির কেউই তেমন রানের দেখা পাননি। হাফিজ মাত্র ৯ রান করেই আউট হন। আর সামির সংগ্রহ ১৯ রান। পাকিস্তান তাদের দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায়। তবে তাদেরকে প্রাথমিক বিপর্যয় থেকে বের করে সুবিধাজনক অবস্থানে নিয়ে ইউনিস ও আজহার।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ। আর ১টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
এর আগে আজ সকালে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। খেলার শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা হাফিজের উইকেট প্রাপ্তিতেই বোঝা গিয়েছিল। কিন্তু দিন যত গড়াতে থাকে এ সিদ্ধান্ত যে ততটা যুক্তিসঙ্গত ছিল না তা প্রমাণিত হতে থাকে।
বিডি-প্রতিদিন/ ৬ মে ২০১৫/শরীফ