একেই বলে ভাগ্য! ৬১তম ওভারে আউট হয়ে ফিরে যাড়িবছলেন ইউনুস খান। তখন তার রান ছিল ৭৮। সেঙঊম্য সরকারের বলে শর্ট কাভারে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, সেঙঊম্য ওভার স্টেপিং করেছেন। তাই ‘নো’ বল! নতুন জীবন পান পাকিস্তানের এই ব্যাটসম্যান। আর ভাগ্যের উপহার হিসেবে পাওয়া নতুন জীবনকে কাজে লাগিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন ইউনুস খান। খেললেন ১৪৮ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে ২৯তম সেঞ্চুরি। আর শতক করেই কিংবদন্তি স্যান ডন ব্রাডম্যানের পাশে জায়গা করে নিলেন তিনি। অসি ক্রিকেট কিংবদন্তিও করেছেন ২৯ সেঞ্চুরি। ইউনুস ২৯ সেঞ্চুরি পেতে খেললেন ৯৮তম টেস্ট, আর ব্রাডম্যান খেলেছেন ৫২ টেস্ট। নিজের ২৯তম সেঞ্চুরিটা নেপালে ভুমিকম্পে মৃত মানুষদের উৎসর্গ করেছেন ইউনুস। গতকাল মিরপুরে মাত্র ১৮ রানে একবার নতুন জীবন পেয়েছেন আজহার আলিও। তিনিও সেঞ্চুরি করেছেন। তবে ইউনুস ১৪৮ রান করে আউট হয়ে গেলেও ১২৭ রান করে অপরাজিত রয়েছেন আজহার আলি। তাদের ২৫০ রানের জুটির কল্যাণে ঢাকা টেস্টের প্রথম দিনটা নিজের করে নিয়েছে পাকিস্তান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। খুলনা টেস্টের উইকেট ব্যাটিং স্বর্গ ছিল, তারপরেও ভালো করতে পারেননি ইউনুস। তাই কিছুটা চাপে ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। ঢাকায় সেঞ্চুরি পেয়ে কিছুটা স্বস্তি। ইউনুস বলেন, ‘দলের প্রয়োজনে বড় ইনিংস খেলতে পারলে খুবই ভালো লাগে। দল যখন চাপে পড়েছিল তখন আমি সেঞ্চুরি করেছি। এটা আমার জন্য ভালো হয়েছে, দলের জন্যও ভালো হয়েছে।’মিরপুরের উইকেটও যে ব্যাটিং সহায়ক তা প্রথম দিনই বোঝা গেছে। কিন্তু ইউনুস মনে করেন, এই উইকেটে বোলারদের ভালো করারও সুযোগ আছে। তিনি বলেন, ‘এই উইকেটে ব্যাটসম্যান কিংবা বোলার উভয়েরই ভালো করার সুযোগ আছে। তবে আমি মনে করি, মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারলে রান করা কঠিন নয়, কারণ আউট ফিল্ড খুবই ফাস্ট। তবে সঠিক জায়গায় বল ফেলতে পারলে ভালো করতে পারেন বোলাররাও। কারণ আমরা দিনের প্রথম ঘণ্টা খুবই কষ্ট করেছি।’ গতকাল টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। কিন্তু এমন ব্যাটিং ট্র্যাকে প্রথমে ফিল্ডিং নেওয়া ঠিক হয়েছে কিনা? ইউনুস বলেন, ‘টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি না খারাপ সিদ্ধান্ত। কেননা প্রথম দিকে উইকেটে ময়েশ্চার ছিল। তবে যখন কোনো বড় জুটি গড়ে ওঠে তখন কিছু করার থাকে না।
আমি আর আজহার মিলে আজ (গতকাল) ২৫০ রানের একটা বড় জুটি গড়েছি।’ ঢাকা টেস্টে প্রথম দিন শেষেই জয়ের স্বপ্ন দেখছেন ইউনুস।
শিরোনাম
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- নতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন
ব্রাডম্যানের পাশে ইউনুস!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর