একেই বলে ভাগ্য! ৬১তম ওভারে আউট হয়ে ফিরে যাড়িবছলেন ইউনুস খান। তখন তার রান ছিল ৭৮। সেঙঊম্য সরকারের বলে শর্ট কাভারে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, সেঙঊম্য ওভার স্টেপিং করেছেন। তাই ‘নো’ বল! নতুন জীবন পান পাকিস্তানের এই ব্যাটসম্যান। আর ভাগ্যের উপহার হিসেবে পাওয়া নতুন জীবনকে কাজে লাগিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন ইউনুস খান। খেললেন ১৪৮ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে ২৯তম সেঞ্চুরি। আর শতক করেই কিংবদন্তি স্যান ডন ব্রাডম্যানের পাশে জায়গা করে নিলেন তিনি। অসি ক্রিকেট কিংবদন্তিও করেছেন ২৯ সেঞ্চুরি। ইউনুস ২৯ সেঞ্চুরি পেতে খেললেন ৯৮তম টেস্ট, আর ব্রাডম্যান খেলেছেন ৫২ টেস্ট। নিজের ২৯তম সেঞ্চুরিটা নেপালে ভুমিকম্পে মৃত মানুষদের উৎসর্গ করেছেন ইউনুস। গতকাল মিরপুরে মাত্র ১৮ রানে একবার নতুন জীবন পেয়েছেন আজহার আলিও। তিনিও সেঞ্চুরি করেছেন। তবে ইউনুস ১৪৮ রান করে আউট হয়ে গেলেও ১২৭ রান করে অপরাজিত রয়েছেন আজহার আলি। তাদের ২৫০ রানের জুটির কল্যাণে ঢাকা টেস্টের প্রথম দিনটা নিজের করে নিয়েছে পাকিস্তান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। খুলনা টেস্টের উইকেট ব্যাটিং স্বর্গ ছিল, তারপরেও ভালো করতে পারেননি ইউনুস। তাই কিছুটা চাপে ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। ঢাকায় সেঞ্চুরি পেয়ে কিছুটা স্বস্তি। ইউনুস বলেন, ‘দলের প্রয়োজনে বড় ইনিংস খেলতে পারলে খুবই ভালো লাগে। দল যখন চাপে পড়েছিল তখন আমি সেঞ্চুরি করেছি। এটা আমার জন্য ভালো হয়েছে, দলের জন্যও ভালো হয়েছে।’মিরপুরের উইকেটও যে ব্যাটিং সহায়ক তা প্রথম দিনই বোঝা গেছে। কিন্তু ইউনুস মনে করেন, এই উইকেটে বোলারদের ভালো করারও সুযোগ আছে। তিনি বলেন, ‘এই উইকেটে ব্যাটসম্যান কিংবা বোলার উভয়েরই ভালো করার সুযোগ আছে। তবে আমি মনে করি, মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারলে রান করা কঠিন নয়, কারণ আউট ফিল্ড খুবই ফাস্ট। তবে সঠিক জায়গায় বল ফেলতে পারলে ভালো করতে পারেন বোলাররাও। কারণ আমরা দিনের প্রথম ঘণ্টা খুবই কষ্ট করেছি।’ গতকাল টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। কিন্তু এমন ব্যাটিং ট্র্যাকে প্রথমে ফিল্ডিং নেওয়া ঠিক হয়েছে কিনা? ইউনুস বলেন, ‘টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি না খারাপ সিদ্ধান্ত। কেননা প্রথম দিকে উইকেটে ময়েশ্চার ছিল। তবে যখন কোনো বড় জুটি গড়ে ওঠে তখন কিছু করার থাকে না।
আমি আর আজহার মিলে আজ (গতকাল) ২৫০ রানের একটা বড় জুটি গড়েছি।’ ঢাকা টেস্টে প্রথম দিন শেষেই জয়ের স্বপ্ন দেখছেন ইউনুস।
শিরোনাম
- জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা
- কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নতুন সচিব পেল তিন মন্ত্রণালয়
- এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?
- রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
- ‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে লুকাকু
- শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে : মার্কো রুবিও
- ‘ভারত মার্সিডিজ হলে, পাকিস্তান পাথর বোঝাই ডাম্পার ট্রাক’
- পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি : ট্রাম্প
- ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ আগস্ট)
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
ব্রাডম্যানের পাশে ইউনুস!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর