একেই বলে ভাগ্য! ৬১তম ওভারে আউট হয়ে ফিরে যাড়িবছলেন ইউনুস খান। তখন তার রান ছিল ৭৮। সেঙঊম্য সরকারের বলে শর্ট কাভারে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, সেঙঊম্য ওভার স্টেপিং করেছেন। তাই ‘নো’ বল! নতুন জীবন পান পাকিস্তানের এই ব্যাটসম্যান। আর ভাগ্যের উপহার হিসেবে পাওয়া নতুন জীবনকে কাজে লাগিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন ইউনুস খান। খেললেন ১৪৮ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে ২৯তম সেঞ্চুরি। আর শতক করেই কিংবদন্তি স্যান ডন ব্রাডম্যানের পাশে জায়গা করে নিলেন তিনি। অসি ক্রিকেট কিংবদন্তিও করেছেন ২৯ সেঞ্চুরি। ইউনুস ২৯ সেঞ্চুরি পেতে খেললেন ৯৮তম টেস্ট, আর ব্রাডম্যান খেলেছেন ৫২ টেস্ট। নিজের ২৯তম সেঞ্চুরিটা নেপালে ভুমিকম্পে মৃত মানুষদের উৎসর্গ করেছেন ইউনুস। গতকাল মিরপুরে মাত্র ১৮ রানে একবার নতুন জীবন পেয়েছেন আজহার আলিও। তিনিও সেঞ্চুরি করেছেন। তবে ইউনুস ১৪৮ রান করে আউট হয়ে গেলেও ১২৭ রান করে অপরাজিত রয়েছেন আজহার আলি। তাদের ২৫০ রানের জুটির কল্যাণে ঢাকা টেস্টের প্রথম দিনটা নিজের করে নিয়েছে পাকিস্তান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। খুলনা টেস্টের উইকেট ব্যাটিং স্বর্গ ছিল, তারপরেও ভালো করতে পারেননি ইউনুস। তাই কিছুটা চাপে ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। ঢাকায় সেঞ্চুরি পেয়ে কিছুটা স্বস্তি। ইউনুস বলেন, ‘দলের প্রয়োজনে বড় ইনিংস খেলতে পারলে খুবই ভালো লাগে। দল যখন চাপে পড়েছিল তখন আমি সেঞ্চুরি করেছি। এটা আমার জন্য ভালো হয়েছে, দলের জন্যও ভালো হয়েছে।’মিরপুরের উইকেটও যে ব্যাটিং সহায়ক তা প্রথম দিনই বোঝা গেছে। কিন্তু ইউনুস মনে করেন, এই উইকেটে বোলারদের ভালো করারও সুযোগ আছে। তিনি বলেন, ‘এই উইকেটে ব্যাটসম্যান কিংবা বোলার উভয়েরই ভালো করার সুযোগ আছে। তবে আমি মনে করি, মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারলে রান করা কঠিন নয়, কারণ আউট ফিল্ড খুবই ফাস্ট। তবে সঠিক জায়গায় বল ফেলতে পারলে ভালো করতে পারেন বোলাররাও। কারণ আমরা দিনের প্রথম ঘণ্টা খুবই কষ্ট করেছি।’ গতকাল টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। কিন্তু এমন ব্যাটিং ট্র্যাকে প্রথমে ফিল্ডিং নেওয়া ঠিক হয়েছে কিনা? ইউনুস বলেন, ‘টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি না খারাপ সিদ্ধান্ত। কেননা প্রথম দিকে উইকেটে ময়েশ্চার ছিল। তবে যখন কোনো বড় জুটি গড়ে ওঠে তখন কিছু করার থাকে না।
আমি আর আজহার মিলে আজ (গতকাল) ২৫০ রানের একটা বড় জুটি গড়েছি।’ ঢাকা টেস্টে প্রথম দিন শেষেই জয়ের স্বপ্ন দেখছেন ইউনুস।
শিরোনাম
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
ব্রাডম্যানের পাশে ইউনুস!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর