সফরসূচী চূড়ান্ত হওয়ার পরও পাকিস্তানে যায়নি বাংলাদেশ। তাই বিসিবির ওপর রুষ্ট হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের বাংলাদেশের লিগে খেলার জন্য অনুমতিপত্র দেয়নি। কিন্তু এখন দুই দেশের দুই বোর্ডের মধ্যে দূরত্ব কমেছে। মান-অভিমান ভেঙে গেছে। পাকিস্তানি ক্রিকেটাররা আবার খেলতে পারবেন বাংলাদেশের ঘরোয়া লিগে।
গতকাল এ কথা জানালেন ঢাকা সফররত পিসিবি সভাপতি শাহরিয়ার খান। তিনি বলেন, 'পাকিস্তানি ক্রিকেটারদের বাংলাদেশে খেলতে আর কোনো বাধা নেই।' বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। জিততে পারেনি প্রথম টেস্টেও।