খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের ঠিক উল্টো চিত্র মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। খাঁ খাঁ করছে গ্যালারি। স্কুলের শিক্ষার্থীদের জন্য টিকিট ফ্রি করে দেওয়া হয়েছিল। তারপরেও ফাঁকা পড়েছিল শেরেবাংলার গ্যালারি। অথচ প্রথম টেস্টে খুলনায় গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। পাঁচ দিনই কাণায় কাণায় পূর্ণ ছিল গ্যালারি। খুলনায় টেস্টের টিকিট ছিল যেন সোনার হরিণ। একটি টিকিটের জন্য লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে টিকিট পাননি। অথচ মিরপুরে ভিন্ন চিত্র।
কিন্তু ওয়ানডে সিরিজ ও টি-২০ সিরিজ নিয়ে ঢাকার মানুষের যে আগ্রহ ছিল টেস্ট নিয়ে তার বিন্দুমাত্রও লক্ষ্য করা যায়নি। গ্যালারিতে যা দর্শক ছিল তার বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী।
গতকাল ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে দর্শক বেশি না হওয়ার দুটি কারণ থাকতে পারে- এক. বাংলাদেশ টস জিতে বোলিং নেওয়ার পর অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন। কেননা পাকিস্তানের ব্যাটিং দেখতে অনেকেই আগ্রহী নন। দুই. গতকাল ছিল প্রচণ্ড গরম।