দলের যে শক্তি তাতে লিগে ঐতিহ্যবাহী মোহামেডানের অবস্থান টপ থ্রিতে থাকার কথা নয়। তারকা ফুটবলারের বদলে সাদাকালোরা এবার স্বল্প বাজেটে তরুণদের নিয়েই দল গড়েছে। তারপরও একেবারে খারাপ খেলছে না। মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপে সেমিফাইনালে খেলেছিল। লিগেও যেভাবে খেলছে তাতে শিরোপা না হলেও মোহামেডানের তৃতীয় স্থানে থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মুক্তিযোদ্ধার বিপক্ষে ২ গোলে পিছিয়ে থাকার পরও ৩-২ গোলে জিতে মোহামেডান পুরো পয়েন্ট পেয়েছিল। এরপর ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। শক্তির বিচারে তারকাভরা শেখ জামালের সামনে দাঁড়ানোর কথা নয় তাদের। সত্যি বলতে কি দুর্বল প্রতিপক্ষ হলেও মারুফের শিষ্যরা সতর্ক হয়ে মাঠে নেমেছিল। কেননা আগের ম্যাচে তারা ব্রাদার্সের সঙ্গে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছিল। স্বাভাবিকভাবে জয়ে ফিরতে মোহামেডানের বিপক্ষে চ্যাম্পিয়নদের জ্বলে ওঠার কথা।
না, হলো না জয়। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হলো ওয়েডসনদের। বাঙ্গুরাদের আত্দবিশ্বাসী লড়াইয়ের কাছে কুলিয়ে উঠতে পারেনি বিগ বাজেটের দল শেখ জামাল। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেখ জামাল। আর এতেই জমে উঠল লিগ। আরেক বিগ বাজেটের দল শেখ রাসেল ছয় ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করলেও প্রকৃতপক্ষে জামালের সঙ্গে পয়েন্ট হারানোর দিক দিয়ে ব্যবধান মাত্র দুই। মোহামেডানের বিপক্ষে জিততে শেখ জামাল চেষ্টার ত্রুটি রাখেনি। কিন্তু সফল হয়নি তারা। বরং মোহামেডান গতিময় খেলা খেলে শেখ জামালকে চাপের মধ্যে রাখে। প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি। ৫২ মিনিটে পরিকল্পিত আক্রমণ করে এগিয়ে যায় মোহামেডান। এ সময় বাঙ্গুরার কাছ থেকে বল পেয়ে জুয়েলরানা ডি-বক্সে ভিতরে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষক হিমেলকে পরাস্ত করেন। গোল শোধের জন্য চাপ সৃষ্টি করে শেখ জামাল। ৫৮ মিনিটে সমতায় ফিরে তারা। সোহেল রানার দুর্বল শট মোহামেডানের গোলরক্ষক আশরাফুল পাঞ্চ করলেও সামনে দাঁড়ান লিওনেল শেখ জামালের পক্ষে গোল করেন।
আজকের খেলা
শেখ রাসেল-ফরাশগঞ্জ, ৪:১৫
ফেনী সকার-চ.আবাহনী, ৬:৩০