মাদ্রিদ ওপেনে এগিয়ে চলেছেন রুশ তরুণী মারিয়া শারাপোভা। গতকাল তিনি ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৬-২, ৪-৬, ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। শেষ আট নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও। তিনি রাশিয়ার আনাস্তাসিয়াকে ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন। শেষ আটে শারাপোভা মুখোমুখি হবেন ক্যারোলিন উজনিয়াকি অথবা অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কার। অন্যদিকে পেত্রা কেভিতোভা মুখোমুখি হবেন রুমানিয়ান তরুণী ইরিনার। এদিকে মাদ্রিদ ওপেনের পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সুইস তারকা স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা ও স্প্যানিশ তারকা ডেভিড ফেরার। ওয়াওরিঙ্কা ৭-৬ (৭/১), ৭-৫ গেমে হারিয়েছেন পর্তুগালের সসাকে। অন্যদিকে ডেভিড ফেরার ৬-৪, ৬-০ গেমে হারিয়েছেন স্বদেশি রামোসকে।