বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়ান ট্যুর টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেনে তারকা গলফাররা অংশ নেবেন। এশিয়ান ট্যুরে সবচেয়ে বেশি ১৮টি শিরোপা জেতা থাই গলফার থাওন উইরাতচান্ত খেলছেন এ আসরে। সাত শিরোপা জেতা আরেক থাই গলফার প্রায়াদ মার্কসায়েংও আছেন। খেলছেন ভারতীয় তারকা জয়তী রানধাওয়া ও শিব চেঙঊরাসিয়া। রানধাওয়া এ পর্যন্ত আটটি শিরোপা জিতেছেন এশিয়ান ট্যুরে, চেঙঊরাসিয়া বর্তমান ফর্মে তার চেয়েও এগিয়ে। এ মুহূর্তে র্যাংকিংয়ের ৩-এ আছেন এই গলফার। এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ কালই ১৫০ গলফারের মধ্যে ১৩৫ জনের নাম চূড়ান্ত করেছে।
তাদের মধ্যে সিদ্দিকুর রহমানসহ ৩১ জন বাংলাদেশের। বাকি ১০৪ জন গলফারই অংশ নিড়েবছন বিশ্বের নানা প্রান্ত থেকে। তাদের মধ্যে এশিয়ান ট্যুরে তিন শিরোপা জেতা অস্ট্রেলিয়ান গলফার মার্কাস বথ যেমন আছেন, তেমনি আছেন অর্ডার অব মেরিটের ৭-এ থাকা যুক্তরাষ্ট্রের পল পিটারসন, খেলবেন কোরিয়ান তারকা বায়েক সিওক হিউন, জাপানের মাসাহিরো কাওয়ামুরা, সিঙ্গাপুরের মার্দান মামাত, থাইল্যান্ডের চাপচাই নিরাত, ভারতের দিগি¦জয় সিং, রাহিল গাংজি, অস্ট্রেলিয়ার অ্যাডাম গ্রুম, স্কট বার, যুক্তরাষ্ট্রের ব্যারি হেনসন ও স্পেনের কার্লোস পিজেম। বাংলাদেশের একমাত্র সিদ্দিকুর রহমানই এশিয়ান ট্যুরের স্থায়ী সদস্য হিসেবে এ আসরে অংশ নিড়েবছন। অন্য ৩০ গলফারই সুযোগ পাড়েবছন বাংলাদেশ স্বাগতিক হিসেবে। জামাল হোসেন ও সাখাওয়াত হোসেন এর আগে এশিয়ান ট্যুরে কয়েকটি টুর্নামেন্ট খেললেও অন্য সবারই অভিষেক হড়েবছ এই বসুন্ধরা বাংলাদেশ ওপেন দিয়ে। নিজেদের পরিচিত কোর্সে খেলা বলে তাদের মধ্য থেকেও দুলাল হোসেন, জাকিরুজ্জামান, সজীব আলী, মোহাম্মদ নাজিমরা আত্মবিশ্বাসী নিজেদের মেলে ধরার ব্যাপারে। এর আগে বাংলাদেশে ভারতীয় ট্যুর ও এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের টুর্নামেন্ট হলেও অপেক্ষা ছিল মূল এশিয়ান ট্যুরের কোনো টুর্নামেন্ট আয়োজনের। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে।
শিরোনাম
- জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা
- কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নতুন সচিব পেল তিন মন্ত্রণালয়
- এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?
- রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
- ‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে লুকাকু
- শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে : মার্কো রুবিও
- ‘ভারত মার্সিডিজ হলে, পাকিস্তান পাথর বোঝাই ডাম্পার ট্রাক’
- পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি : ট্রাম্প
- ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ আগস্ট)
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
বসুন্ধরা বাংলাদেশ ওপেনে তারকার ছড়াছড়ি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর