বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।
প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। দ্বিতীয় দিনের শুরুতেই মিসবাউল হককে ফেরত পাঠায় সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় ৩৩০ রানে চার উইকেট হারিয়ে ক্রিজে আছেন আজহার আলি (১৩৩) ও আসাদ শফিক (১)।
এদিকে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকদের। মাত্র ৯ রানেই ফিরে যান গত ম্যাচের ২২৪ রান করা ওপেনার মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ শহিদের বলে উইকেট রক্ষক মুশফিকের হাতে ধরা পড়েন তিনি।
তার বিদায়ের পরে দলীয় ৫৮ রানে সামি আসলামকে ফেরান গত ম্যাচে ৬ উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম। তার বিদায়ের পরে ক্রিজে আসেন ইউনুস খান ও আজহার আলি। এ দু'জনে গড়েন ২৫০ রানের জুটি। এই দুই ব্যাটসম্যান দু'বার আউট হলেও নো বলের কারণে বেচেঁ যান। ফলে দুই জনেই গড়েন ক্যারিয়ারের ২৯ তম ও ৮ম সেঞ্চুরি।
এই দুই জনের ২৫০ রানের জুটি ভাঙেন প্রথম উইকেট নেওয়া মোহাম্মদ শহীদ। এবার ইউনুস খানকে ফেরালেন তিনি। দলীয় ৩০৮ রানে ব্যাক্তিগত ১৪৮ রানে স্লিপে দাড়িয়ে থাকা শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইউনুস। তার এই ১৪৮ রানের ইনিংসটি ১১টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিলো।
তার বিদায়ের পরে ক্রিজে আসেন অধিনায়ক মিসবাউল হক। দিনশেষে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিসবাহ। বাংলাদেশি বোলারদের হয়ে মোহাম্মদ শহিদ ৪৩ রানে ২টি ও তাইজুল ইসলাম ১০২ রানে ১টি উইকেট নেন।
বিডি-প্রতিদিন/০৭ মে ২০১৫/ এস আহমেদ