বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে উঠছে পাকিস্তান। আজহার আলি ও আসাদ শফিকের দৃঢ়তায় বড় সংগ্রহের পথে এগুচ্ছে সফরকারীরা।
দিনের দ্বিতীয় ওভারেই মিসবাহ-উল-হককে ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সে ইঙ্গিত অনেকটা ফিঁকে হয়ে গেছে পাক ব্যাটসম্যানদের দৃঢ়তায়। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪২৮ রান। আজহার আলি ১৭৩ ও আসাদ শফিক ৫৮ রানে ব্যাট করছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের প্রথম সেশনে মিসবাহর উইকেট হারিয়ে ১০৫ রান যোগ করে অতিথিরা।
বৃহস্পতিবারের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে বোল্ড হয়ে যান পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক (৯)।
কোনো রান যোগ না করে মিসবাহ ফিরে গেলেও বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে এরই মধ্যে ১০৫ রানের জুটি গড়েছেন আজহার-শফিক।
বিডি-প্রতিদিন/০৭ মে ২০১৫/ এস আহমেদ