২০০০ সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস লাভ করার পর এখন পর্যন্ত খেলা ৯০ ম্যাচে ২২ জন ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন। যা কোনো দেশের বিরুদ্ধে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি। চলতি সিরিজে পর পর দুই ম্যাচে মোহাম্মদ হাফিজ ও আজহার আলীর সেঞ্চুরি মধ্য দিয়ে বাংলাদেশ এই লজ্জার রেকর্ডের অধিকারী হল।
লজ্জার এ রেকর্ডের তালিকায় বাংলাদেশের পরেই আছে পাকিস্তান। ১১৯ ম্যাচে বাংলাদেশের সমান প্রতিপক্ষের ২২ জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন। তবে ম্যাচের সংখ্যা বেশি থাকায় পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ জন্য ভারত খেলেছে ১৫৪টি ম্যাচ। তবে চলতি সিরিজে লজ্জার এই রেকর্ড এড়ানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে। যদি ঢাকা টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি পান তাহলে লজ্জার এই র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/মাহবুব