ক্লান্ত তামিম
খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব পেয়েছিলেন তামিম ইকবাল। তার অনবদ্য ব্যাটিং দেখে ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন ঢাকা টেস্টেও তামিমের ব্যাট জ্বলে উঠবে। কিন্তু তা আর হলো না, মিরপুরে প্রথম ইনিংসে খেলতে নেমে তিনি মাত্র ৪ রানে আউট হয়ে যান। সাজঘরে যখন মাথা নিচু করে ফিরছিলেন, তখন দর্শকদের বলতে দেখা গেল, রোদে ফিল্ডিং করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তামিম। তাই প্রথম ইনিংসে তার পক্ষে জ্বলে ওঠা সম্ভব হয়নি।
সাহস পাবে না
তিন ওয়ানডেও ১টি টেস্ট খেলতে ৭ জুন ভারত ঢাকা সফরে আসছে। এর আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সিরিজ খেলে গেলেও দুর্বল দল পাঠিয়েছিল। এবারও কি তাই করবে এ নিয়ে গতকাল গ্যালারিতে আলোচনা হচ্ছিল। অনেকে বললেন, ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে টাইগাররা। তাই দুর্বল দল পাঠানোর সাহস পাবে না ভারত। ধোনিদের নিয়ে সেরা দলই ঢাকা সফরে আসবে।
ঘরোয়া লিগে আজহার
ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছে। কিন্তু অধিনায়ক আজহার আলি চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। টেস্টেও ভালো করেছেন। ঢাকা টেস্টে ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি করেন। ঢাকার ক্লাবগুলোর চোখ আজহারের দিকে। জানা গেছে সামনে প্রিমিয়ার লিগে খেলানোর জন্য একটি ক্লাব এখনই আজহারের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে।
আজব বটে
ওয়ান ডে বা টি-২০ ম্যাচে টিকিট পাওয়ার জন্য বন্ধুরা পাগল করে দিয়েছিল। ম্যাচ চলাকালে একথা বলছিলেন বিসিবির এক পরিচালক। তিনি বললেন, এবার অনেককে ঢাকা টেস্ট দেখার জন্য টিকিট নেওয়ার অনুরোধ রাখছি। আজব হলেও সত্যি যে কেউ তাতে সাড়া দিচ্ছেন না।