মরিশাস ওপেন গলফ টুর্নামেন্ট শুরুটা ভালো হলো না দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ৪৬তম স্থানে রয়েছেন তিনি। আজ শুক্রবার প্রথম রাউেন্ডের ঘাটতি কাটিয়ে উঠতে দ্বিতীয় রাউন্ডে মাঠেন নামবেন তিনি।
প্রথম রাউন্ডে সিদ্দিকুর ৪টি বার্ডি (পারের চেয়ে এক শট কম খেলা) করে লিডারবোর্ডে ওপরের দিকেই ছিলেন। কিন্তু শেষ সময়ে ৩টি বগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) করে তালিকার শেষের দিকে চলে যান এই গলফার। পারের সমান শট খেলে দিন শেষ করার পথে ৪টি বার্ডির বিপরীতে ৪টি বগি করেন সিদ্দিকুর।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব