পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো অসাধারণ কিছু করে দেখানো। অথচ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকার ও শুভাগত হোমের উইকেট হারিয়ে ফলোঅনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তবে বাংলাদেশের আশার প্রতীক হিসেবে এখনো ক্রিজে আছেন সাকিব আল হাসান। কিন্তু একা কতদূর তিনি দলকে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। অন্যপ্রান্তে তার সঙ্গী তাইজুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১২০ রান। ফলোঅন এড়াতে স্বাগতিকদের এখনো প্রয়োজন ২২৩ রান।
এরআগে, বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সেখান থেকে সৌম্য সরকারকে নিয়ে তৃতীয় দিন শুরু করেন সাকিব। কিন্তু ১১ রানের মধ্যে সৌম্য ও শুভাগত হোমকে সাজঘরে পাঠিয়ে আনন্দে ভাসেন ওয়াহাব রিয়াজ।
পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে সর্বোচ্চ ২২৬ রান করেন আজহার আলী। এছাড়া, ইউনুস খান ১৪৮ ও আসাদ শফিক করেন ১০৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া, মোহাম্মদ শহীদ ও শুভাগত হোম নিয়েছেন সমান ২টি করে উইকেট।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব