ঢাকা টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৫৫৭ রানের জবাবে ২০৩ রানে অলআউট বাংলাদেশ। শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন মোহাম্মদ শহীদ। তবে ইনজুরিতে পড়া শাহাদাত হোসেন ব্যাট করতে নামতে পারেননি। ফলে ৯১ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও সেঞ্চুরির আপেক্ষ নিয়ে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
এরআগে, শুক্রবার সকালে ৫ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার ও সাকিব অাল হাসান। কিন্তু দলীয় ৩৩ রানের মধ্যে সৌম্য, শুভাগত হোম ও তাইজুল ইসলাম ফিরে গেলে ফলোঅনের শঙ্কার দিকে এগিয়ে যায়। এরপর মোহাম্মদ শহীদকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন সাকিব। এই ৬৩ রানে মধ্যে শহীদের অবদান মাত্র ১৫ রান। শাহাদাত হোসেন ইনজুরিতে থাকায় দলীয় ২০৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে শহীদ আউট হলেই থেকে যায় বাংলাদেশের ইনিংস।
পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে সর্বোচ্চ ২২৬ রান করেন আজহার আলী। এছাড়া, ইউনুস খান ১৪৮ ও আসাদ শফিক করেন ১০৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া, মোহাম্মদ শহীদ ও শুভাগত হোম নিয়েছেন সমান ২টি করে উইকেট।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব